যিহোশূয় 1:14 - কিতাবুল মোকাদ্দস14 মূসা জর্ডানের পূর্বপারে তোমাদের যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রী, পুত্র কন্যা ও সমস্ত পশু সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের ভাইদের অগ্রবর্তী হিসেবে পার হয়ে যাবে ও তাদের সাহায্য করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 জর্ডন নদীর পূর্বদিকে মোশি তোমাদের যে ভূমি দিয়েছেন, সেখানে তোমাদের স্ত্রী, সন্তানসন্ততি ও পশুপাল থাকতে পারে, কিন্তু তোমাদের সমস্ত যোদ্ধা, সম্পূর্ণ সশস্ত্র হয়ে তোমাদের ভাইদের সামনে সামনে অবশ্য জর্ডন নদী পার হয়ে যাবে। তোমরা তোমাদের ভাইদের সাহায্য করবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মোশি জর্ডনের পূর্বতীরে যে দেশ তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের পত্নীরা, নাবালক সন্তানসন্ততি ও পশুপাল থাকবে, কিন্তু তোমাদের মধ্যে যারা সক্ষম তারা সকলেই সশস্ত্র হয়ে তোমাদের জ্ঞাতিভাইদের পুরোভাগে যাবে এবং তাদের সাহায্য করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 মোশি যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদিগকে যে দেশ দিয়াছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকিবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতৃগণের অগ্রে অগ্রে পার হইয়া যাইবে ও তাহাদের সাহায্য করিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 মোশির যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদেরকে যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান্ বীর, সসজ্জ হয়ে তোমাদের ভ্রাতৃগণের আগে আগে পার হয়ে যাবে ও তাহাদের সাহায্য করবে। অধ্যায় দেখুন |