যিহূদা 1:23 - কিতাবুল মোকাদ্দস23 আগুন থেকে টেনে নিয়ে রক্ষা কর; আর কতগুলো লোকের প্রতি সভয়ে করুণা কর; গুনাহ্-স্বভাবের দ্বারা কলঙ্কিত কাপড়ও ঘৃণা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 অন্যদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো; অন্যদের প্রতি সম্ভ্রমে করুণা করো, কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো, তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 অন্যদের আগুনের মুখ থেকে উদ্ধার কর। অন্যান্যদের অনুকম্পা কর কিন্তু সাবধানে তাদেরর বাসনা কলঙ্কিত বসন ঘৃণা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা কর; আর কতক লোকের প্রতি সভয়ে দয়া কর; মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্রও ঘৃণা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 নরকের আগুন থেকে ছিনিয়ে নিয়ে তাদের পরিত্রাণ দ্বারা রক্ষা কর। অন্যদের প্রতি সতর্কভাবে করুণা প্রদর্শন কর; কিন্তু পাপের দ্বারা কলঙ্কিত তাদের বস্ত্রকে ঘৃণা কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 আগুন থেকে টেনে নিয়ে রক্ষা কর; আর কিছু লোকের প্রতি সভয়ে দয়া কর; দেহের মাধ্যমে কলঙ্কিত জামা-কাপড়ও ঘৃণা কর। অধ্যায় দেখুন |