Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 9:7 - কিতাবুল মোকাদ্দস

7 পরে তিনি তাদের বললেন, এবাদতখানা নাপাক কর, সমস্ত প্রাঙ্গণ নিহত লোকে পরিপূর্ণ কর; বের হও। তাতে তারা গিয়ে নগরের মধ্যে আঘাত করতে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 তারপর তিনি তাদের বললেন, “যাও! মন্দির অশুচি করো এবং নিহত লোকদের দিয়ে প্রাঙ্গণ ভরে ফেলো।” তাতে তারা নগরের মধ্যে গিয়ে লোকদের মেরে ফেলতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ঈশ্বর তাদের বললেন, অশুচি করে দাও এই মন্দির, এর প্রাঙ্গণ ভরিয়ে দাও মৃতদেহে। যাও! তখন তারা নগরের লোকদের হত্যা করতে শুরু করে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পরে তিনি তাহাদিগকে কহিলেন, গৃহ অশুচি কর, প্রাঙ্গণ সকল নিহত লোকে পরিপূর্ণ কর; বাহির হও। তাহাতে তাহারা বাহিরে যাইয়া নগরের মধ্যে আঘাত করিতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ঈশ্বর তাদের বললেন, “এই মন্দির অশুচি কর। এর প্রাঙ্গন মৃতদেহ দিয়ে পূর্ণ কর! এখনই যাও!” তাই তারা গিয়ে শহরের লোকদের হত্যা করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তিনি তাদেরকে বললেন, “গৃহ অশুচি কর, উঠান সব মৃততে পরিপূর্ণ কর; বের হও।” তাতে তারা বাইরে গিয়ে যিরূশালেমমের শহরের মধ্যে আঘাত করতে লাগল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 9:7
6 ক্রস রেফারেন্স  

অতএব তিনি কল্‌দীয়দের বাদশাহ্‌কে তাদের বিরুদ্ধে আনলেন, আর বাদশাহ্‌ যুবকদেরকে তাদের পবিত্র স্থানে তলোয়ার দ্বারা হত্যা করলেন, আর যুবক কি যুবতী, বৃদ্ধ কি জরাগ্রস্ত, কারো প্রতি রহম করলেন না; আল্লাহ্‌ তাঁর হাতে সকলকে তুলে দিলেন।


সেই সময়ে উপস্থিত কয়েক জন তাঁকে সেই গালীলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাদের রক্ত পীলাত তাদের কোরবানীর পশুর রক্তের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন।


দেখ, হে মাবুদ, মনযোগ দাও, তুমি কার প্রতি এমন ব্যবহার করেছ? স্ত্রীলোক কি তার গর্ভফল, যাদেরকে হাতে করে দুলিয়েছে, সেই শিশুদেরকে ভোজন করবে? প্রভুর পবিত্র স্থানে কি ইমাম ও নবী নিহত হবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন