Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 9:2 - কিতাবুল মোকাদ্দস

2 আর দেখ, উত্তর দিকস্থ উচ্চতর দ্বার থেকে ছয় জন পুরুষ আসল, তাদের প্রত্যেক জনের হাতে সংহারক অস্ত্র ছিল এবং তাদের মধ্যস্থলে মসীনা-কাপড় পরা এক জন পুরুষ ছিল; এর কোমরে লিখবার সরঞ্জাম ছিল; তারা ভিতরে এসে ব্রোঞ্জের কোরবানগাহ্‌র পাশে দণ্ডায়মান হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 আর আমি ছ-জন লোককে উপরের দরজার দিক দিয়ে আসতে দেখলাম, যেটির মুখ উত্তর দিকে ছিল, প্রত্যেকের হাতে মারাত্মক অস্ত্র ছিল। তাদের সঙ্গে ছিলেন মসিনা কাপড় পরা একজন লোক আর তাঁর কোমরের পাশে ছিল লেখালেখির সরঞ্জাম। তারা এসে ব্রোঞ্জের বেদির পাশে দাঁড়ালেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সঙ্গে সঙ্গে ছয় জন লোক মন্দিরের উত্তরে, বাইরের দেউড়ি দিয়ে ভিতরে ঢুকল, প্রত্যেকের হাতে অস্ত্র। লেখার সরঞ্জাম নিয়ে তাদের সাথেই এক ব্যক্তি এলেন। পরণে তাঁর রেশমী বস্ত্র। তাঁরা সকলে এসে দাঁড়ালেন পিতলের বেদীর পাশে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর দেখ, উত্তরদিক্‌স্থ উচ্চতর দ্বার হইতে ছয় জন পুরুষ আসিল, তাহাদের প্রত্যেক জনের হস্তে সংহারক অস্ত্র ছিল, এবং তাহাদের মধ্যস্থলে মসীনা-বস্ত্র পরিহিত এক পুরুষ ছিল; ইহার কটিদেশে লেখকের মস্যাধার ছিল; তাহারা ভিতরে আসিয়া পিত্তলময় যজ্ঞবেদির পার্শ্বে দণ্ডায়মান হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারপর আমি উচ্চতর ফটক থেকে ছয়জনকে হাঁটতে দেখলাম। এই ফটকটি ছিল উত্তরমুখী। প্রত্যেকের হাতে ছিল তার নিজস্ব মারাত্মক অস্ত্র। একজন মানুষের পরনে ছিল মসিনার কাপড়। তার কোমরে গোঁজা ছিল একটি লেখনী ও কালির একটি দোয়াত। ঐ লোকরা মন্দিরের পিতলের বেদীর কাছে গিয়ে সেখানে দাঁড়াল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর দেখ, উত্তরদিকে অবস্থিত উচ্চতর দরজা থেকে ছয়জন পুরুষ আসল, তাদের প্রত্যেক জনের হাতে বধের অস্ত্র ছিল এবং তাদের মাঝখানে মসীনা-পোশাক পরা এক পুরুষ ছিল; এর কোমর লিপিকারের সরঞ্জাম ছিল; তারা ভিতরে এসে পিতলের যজ্ঞবেদির পাশে দাঁড়াল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 9:2
21 ক্রস রেফারেন্স  

পরে তিনি ঐ মসীনা-কাপড় পরা ব্যক্তিকে বললেন, তুমি ঐ ঘূর্ণায়মান চাকাগুলোর মধ্যস্থানে কারুবীর নিচে প্রবেশ কর এবং কারুবীদের মধ্যস্থান থেকে দু’হাত ভরে জ্বলন্ত অঙ্গার নিয়ে নগরের উপরে নিক্ষেপ কর; তাতে সেই ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করলো।


সে মসীনার ইমামের পবিত্র পোশাক পরবে, মসীনার জাঙ্গিয়া পরবে, মসীনার কোমরবন্ধনী পরবে এবং মসীনার পাগড়ীতে বিভূষিত হবে; এসব পবিত্র পোশাক; সে পানিতে তার শরীর ধুয়ে ফেলে এসব পোশাক পরবে।


তাতে ঐ সাতটি আঘাতের মালিক সাত জন ফেরেশতা এবাদতখানা থেকে বাইরে আসলেন, তাঁরা বিমল ও উজ্জ্বল মসীনার কাপড় পরা এবং তাঁদের বক্ষঃস্থলে সোনার পটুকা বাঁধা।


তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হয় নি; লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত। তিনি মাবুদের গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করলেন।


তখন এহুদার কর্মকর্তারা এই কথা শুনে রাজপ্রাসাদ থেকে মাবুদের গৃহে উঠে আসলেন এবং মাবুদের গৃহের নতুন দ্বারের প্রবেশ-স্থানে বসলেন।


এজন্য দেখ, আমি হুকুম পাঠিয়ে উত্তর দিকস্থ সমস্ত গোষ্ঠীকে নিয়ে আসবো, মাবুদ বলেন, আমি আমার গোলাম ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারকে আনবো ও তাদেরকে এই দেশের বিরুদ্ধে, এই স্থানের অধিবাসীদের বিরুদ্ধে ও এর চারদিকের সব জাতির বিরুদ্ধে আনবো; এবং এদেরকে নিঃশেষে বিনষ্ট করবো এবং বিস্ময়ের ও বিদ্রূপের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করবো।


কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকব, মাবুদ এই কথা বলেন; তারা এসে জেরুশালেমের পুরদ্বারের প্রবেশ-স্থানে, তার চারদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে এবং এহুদার সমস্ত নগরের সম্মুখে, নিজ নিজ সিংহাসন স্থাপন করবে।


তিনি মাবুদের গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করালেন এবং ওফলের দেয়ালের অনেক স্থান নির্মাণ করালেন;


আর তিনি ব্রোঞ্জের একটি কোরবানগাহ্‌ তৈরি করলেন, তার লম্বা বিশ হাত চওড়া বিশ হাত ও উচ্চতা দশ হস্ত।


আর তিনি জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর দরজার কাছে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ রেখে তার উপরে পোড়ানো-কোরবানী ও শস্য-উৎসর্গ করলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।


তখন ইসরাইলের আল্লাহ্‌র মহিমা যে কারুবীর উপরে ছিল, তা থেকে উঠে এবাদতখানার গোবরাটের কাছে গেল; এবং তিনি ঐ মসীনা-কাপড় পরিহিত পুরুষকে ডাকলেন, যার কোমরে লিখবার সরঞ্জাম ছিল।


আর দেখ, মসীনা-কাপড় পরিহিত পুরুষ, যার কোমরে লিখবার সরঞ্জাম ছিল, সে এই সংবাদ দিল, আপনি যেমন আমাকে হুকুম করেছিলেন, আমি তেমনি করেছি।


আর দেখ, মসীনা-কাপড় পরা ও উফসের উত্তম সোনার কোমরবন্ধনী পরা এক ব্যক্তি;


আর এক ব্যক্তি সেই মসীনা-কাপড় পরিহিত ব্যক্তি যিনি পানির উপরে ছিলেন তাঁকে বললেন, এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কত দিনে হবে?


সিয়োনের দিকে নিশান তোল, রক্ষা পাবার জন্য পালিয়ে যাও, বিলম্ব করো না; কেননা আমি উত্তর দিক থেকে অমঙ্গল ও মহাধ্বংস আনবো।


তিনি এক হাত বাড়িয়ে আমার মাথার চুল ধরলেন, তাতে রূহ্‌ আমাকে তুলে দুনিয়া ও আসমানের মধ্যপথে নিয়ে গেলেন এবং আল্লাহ্‌র দেওয়া দর্শনের মধ্যে জেরুশালেমে উত্তরমুখী ভিতর-দ্বারের প্রবেশ-স্থানে বসালেন; সেই স্থানে অন্তর্জ্বালা-জনক অন্তর্জ্বালার মূর্তি স্থাপিত ছিল।


আমি প্রভুকে দেখলাম, তিনি কোরবানগাহ্‌র কাছে দণ্ডায়মান ছিলেন; তিনি বললেন, তুমি স্তম্ভের শীর্ষস্থানে আঘাত কর, দ্বারের গোবরাট কেঁপে উঠুক, তুমি সকলের মাথায় তা ভেঙ্গে ফেল; আর তাদের শেষাংশকে আমি তলোয়ারের আঘাতে হত্যা করবো, তাদের মধ্যে এক জনও পলাতে পারবে না, এক জনও রক্ষা পেতে পারবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন