Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 8:1 - কিতাবুল মোকাদ্দস

1 ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি আমার বাড়িতে বসে ছিলাম এবং এহুদার প্রাচীনবর্গরা আমার সম্মুখে বসে ছিল, এমন সময়ে সার্বভৌম মাবুদ সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে, আমি যখন আমার বাড়িতে বসেছিলাম আর যিহূদার বৃদ্ধ নেতারা আমার সামনে বসেছিলেন তখন সেখানে সার্বভৌম সদাপ্রভুর হাত আমার উপরে আসল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আমাদের নির্বাসনের ষষ্ঠ বছরের ষষ্ট মাসের পঞ্চম দিনে নির্বাসিত ইহুদীদের নেতৃবৃন্দ আমার ঘরে আমার সঙ্গে বসেছিলেন। অকস্মাৎ, আমি দিব্যভাবে আবিষ্ট হলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 যষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনে আমি আপন গৃহে উপবিষ্ট ছিলাম, এবং যিহূদার প্রাচীনবর্গ আমার সম্মুখে উপবিষ্ট ছিল, এমন সময়ে প্রভু সদাপ্রভু সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 একদিন আমি (যিহিষ্কেল) আমার বাড়িতে বসেছিলাম এবং যিহূদার প্রবীণরা আমার সামনে বসেছিল। এটা ছিল নির্বাসনের ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনের কথা। হঠাৎ‌‌ আমার প্রভু সদাপ্রভুর শক্তি আমার ওপর এল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনের আমি নিজের ঘরে বসেছিলাম এবং যিহূদার প্রাচীনরা আমার সামনে বসেছিল, সেইদিনের প্রভু সদাপ্রভু সেখানে আমার ওপরে আবার হাত রাখলেন।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 8:1
24 ক্রস রেফারেন্স  

সপ্তম বছরের পঞ্চম মাসের দশম দিনে ইসরাইলের প্রাচীনদের মধ্যে কয়েকজন পুরুষ মাবুদের ইচ্ছা জানবার জন্য এসে আমার সম্মুখে বসলো।


আর লোকেরা যেমন আসে, তেমনি তারা তোমার কাছে আসে, আমার লোক বলে তোমার সম্মুখে বসে ও তোমার কথাগুলো শোনে, কিন্তু তা পালন করে না; কেননা মুখে তারা বিলক্ষণ মহব্বত দেখায়, কিন্তু তাদের অন্তর তাদের লাভের দিকে যায়।


পরে ইসরাইলের কয়েকজন প্রাচীন আমার কাছে এসে আমার সম্মুখে বসলো।


অতএব তুমি ওদের সঙ্গে আলাপ করে ওদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ইসরাইল-কুলের যে কোন ব্যক্তি নিজের মূর্তিকে হৃদয়ে ঠাঁই দেয় ও আমার দৃষ্টির সম্মুখে নিজের অপরাধজনক বিঘ্ন রাখে এবং নবীর কাছে আসে, সেই ব্যক্তিকে আমি মাবুদ তার যত মূর্তি আছে সেই অনুসারে সেই বিষয়ে উত্তর দেব;


আমি কারো রূপার বা সোনার বা কাপড়ের প্রতি লোভ করি নি।


বস্তুত ইমামের মুখ জ্ঞান রক্ষা করে ও তার মুখে লোকেরা শরীয়তের খোঁজ করে; কেননা সে বাহিনীগণের মাবুদের দূত।


আমাদের নির্বাসনের পঞ্চবিংশ বছরে, বছরের আরম্ভে মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হবার পরে চতুর্দশ বছরের সেই দিনে, মাবুদ আমার উপরে হস্তার্পণ করলেন ও আমাকে সেই স্থানে উপস্থিত করলেন।


মাবুদের হাত আমার উপরে আসল এবং তিনি তাঁর রূহে আমাকে বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মধ্যে রাখলেন; তা অস্থিতে পরিপূর্ণ ছিল।


আর দ্বাদশ বছরে, সেই মাসের পঞ্চদশ দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


একাদশ বছরের তৃতীয় মাসের প্রথম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


আর সপ্তবিংশ বছরের প্রথম মাসের প্রথম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


দশম বছরে দশম মাসের দ্বাদশ দিনের দিন, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল;


আর একাদশ বছরে, মাসের প্রথম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


আর নবম বছরের দশম মাসের দশম দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


পরে সেই স্থানে মাবুদ আমার উপরে হস্তার্পণ করলেন, আর তিনি বললেন, উঠ, বের হয়ে সমতল ভূমিতে যাও, আমি সেখানে তোমার সঙ্গে কথা বলবো।


আর রূহ্‌ আমাকে তুলে নিয়ে গেলে আমি মনে দুঃখ পেয়ে গমন করলাম; আর মাবুদের হাত আমার উপরে বলবৎ ছিল।


পরে রূহ্‌ আমাকে তুলে নিলেন এবং আমি আমার পেছন দিকে এই কালাম মহাকল্লোলের শব্দের মত তাঁর স্থান থেকে শুনলাম, ‘ধন্য মাবুদের মহিমা।’


তখন আল-ইয়াসা তাঁর বাড়িতে বসেছিলেন এবং তাঁর সঙ্গে প্রাচীনবর্গরা বসেছিলেন; ইতোমধ্যে বাদশাহ্‌ তাঁর সম্মুখে থেকে এক জন লোক পাঠালেন। কিন্তু সেই দূতের আসার আগে আল-ইয়াসা প্রাচীন নেতৃবর্গকে বললেন, সেই নরঘাতকের পুত্র আমার মাথা কেটে ফেলবার জন্য লোক পাঠিয়েছে, তোমরা কি দেখছ? দেখ, সেই দূত আসলে দরজা বন্ধ করো এবং দ্বারসুদ্ধ তাকে ঠেলে দিও; তার পিছনে কি তার মালিকের পায়ের শব্দ শোনা যাচ্ছে না?


বাদশাহ্‌ শোকাকুল ও শাসনকর্তা উৎসন্নতা-রূপ পরিচ্ছদে পরিচ্ছন্ন হবে ও দেশের লোকদের হাত কাঁপবে; আমি তাদের প্রতি তাদের আচার অনুসারে ব্যবহার করবো; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


তাতে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, আগুনের আকারের মত একটি মূর্তি; তাঁর কোমরের আকৃতি থেকে নিচের দিকে আগুনের মত এবং কোমর থেকে উপরের দিকে যেন জ্যোতির আকৃতি ও জ্বলন্ত ধাতুর উজ্জ্বলতা।


আর সেই পলাতকের আসার আগে সন্ধ্যাবেলা মাবুদ আমার উপরে হস্তার্পণ করেছিলেন এবং খুব ভোরে সেই পলাতকের উপস্থিত হবার অপেক্ষায় তিনি আমার মুখ খুলে দিলেন, তখন আমার মুখ খুলে গেল, আমি আর বোবা রইলাম না।


একাদশ বছরের প্রথম মাসের সপ্তম দিনে, মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


দ্বাদস বছরের দ্বাদস মাসের প্রথম দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন