Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 7:6 - কিতাবুল মোকাদ্দস

6 শেষ পরিণাম আসছে; সেই শেষ পরিণাম আসছে; তা তোমার বিরুদ্ধে জেগে উঠছে; দেখ, তা আসছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 শেষ সময় এসে পড়েছে! শেষ সময় এসে পড়েছে! তোমাদের বিরুদ্ধে তা জেগে উঠেছে। দেখো, তা আসছে!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বরং বলা যায় এখনই ঘিরে ধরেছে। এই-ই হল সর্বনাশের শেষ পর্যায়। আর দেরী নেই তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরিণাম আসিতেছে; সেই পরিণাম আসিতেছে; তাহা তোমার বিরুদ্ধে জাগিয়া উঠিতেছে; দেখ, তাহা আসিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 শেষ কাল আসছে আর তা খুব শীঘ্রই আসবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 শেষ অবশ্যই আসছে; সেই শেষ তোমার বিরুদ্ধে জেগে উঠছে! দেখো, তা আসছে!

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 7:6
11 ক্রস রেফারেন্স  

হে তলোয়ার, তুমি আমার পালকের, আমার স্বজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রত হও, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; পালককে আঘাত কর, তাতে পালের মেষেরা ছড়িয়ে পড়বে; আর আমি ক্ষুদ্রদের বিরুদ্ধেও আমার হাত উঠাব।


আর তিনি পুরানো দুনিয়ার প্রতি মমতা করেন নি, কিন্তু যখন ভক্তিহীনদের দুনিয়াতে বন্যা আনলেন, তখন আর সাতজনের সঙ্গে ধার্মিকতার তবলিগকারী নূহ্‌কে রক্ষা করলেন।


দেখ, যা আসছে তা সিদ্ধ হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; এ সেদিন, যে দিনের কথা আমি বলেছি।


আর হে আহত দুষ্ট ইসরাইল-নরপতি, শেষ অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হল।


ঐ দেখ, সেদিন; দেখ, তা আসছে; তোমার পালা উপস্থিত, দণ্ড পুষ্পিত, অহংকার বিকশিত হয়েছে।


এখন তোমার শেষ পরিণাম উপস্থিত; আমি তোমার উপরে আমার গজব ঢেলে দেব, তোমার আচার অনুসারে বিচার করবো, তোমার সমস্ত ঘৃণার কাজের ফল তোমার উপরে রাখবো।


দেখ, আমি তাদের অমঙ্গলের জন্য জাগরিত, মঙ্গলের জন্য নয়; তাতে মিসর দেশস্থ সমস্ত এহুদার লোক তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা নিঃশেষে বিনষ্ট হবে।


হে দেশ-নিবাসী লোক, তোমার পালা আসছে, কাল আসছে, দিন সন্নিকট হচ্ছে; সে কোলাহলের দিন, পর্বতমালার উপরে আনন্দধ্বনির দিন নয়।


দুশমনেরা আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা নিজ নিজ পথে বেড়াতে পারি না; আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সমপূর্ণ হল, হ্যাঁ, আমাদের শেষকাল উপস্থিত।


তুমি তাদের বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি এই প্রবাদ মুছে ফেলবো; এটি প্রবাদ হিসেবে ইসরাইলের মধ্যে আর চলবে না; কিন্তু তাদের বল, কাল সন্নিকট ও সমস্ত দর্শনের কথা সফল হবে।


আমি বললাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন মাবুদ আমাকে বললেন, আমার লোক ইসরাইলের কাছে পরিণাম আসল; আমি তাদের আর অমনি ছেড়ে যাব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন