যিহিষ্কেল 7:17 - কিতাবুল মোকাদ্দস17 সকলের হাত দুর্বল হবে, সকলের হাঁটু পানির মত দ্রব হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 প্রত্যেকের হাত অবশ হয়ে যাবে; প্রত্যেকের হাঁটু জলের মতো দুর্বল হয়ে পড়বে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাদের হাত-পা শক্তি হারিয়ে জড়বৎ হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সকলের হস্ত দুর্ব্বল হইবে, সকলের হাঁটু জলের মত দ্রব হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 লোকে তাদের হাত তুলতে ক্লান্ত ও দুঃখ বোধ করবে। তাদের পা জলের মত শিথিল মনে হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 প্রত্যেক হাত নিস্তেজ হবে এবং প্রত্যেক হাঁটু জলের মতো দুর্বল হবে অধ্যায় দেখুন |