যিহিষ্কেল 43:16 - কিতাবুল মোকাদ্দস16 আর সেই কোরবানগাহ্ বারো হাত লম্বা ও বারো হাত চওড়া, চারদিকে সমান হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 বেদির উনুন চারকোণা হবে, বারো হাত লম্বা ও বারো হাত চওড়া। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 বেদীর উপরিভাগ সম্পূর্ণ চতুষ্কোণ—প্রত্যেক দিকের মাপ বারো হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর সেই পুণ্যচুল্লী বারো হস্ত দীর্ঘ ও বারো হস্ত প্রস্থ, চারিদিকে সমান হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 বেদীতে আগুনের যে জায়গাটা তা মাপে দৈর্ঘ্যে 12 হাত এবং প্রস্থে 12 হাত, আকারে একেবারে বর্গক্ষেত্র। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 উনানটি বার হাত লম্বা ও বার হাত চওড়া, একটা চতুর্ভুজ। অধ্যায় দেখুন |