Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 42:20 - কিতাবুল মোকাদ্দস

20 এভাবে তিনি তার চারদিক মাপলেন; যা পবিত্র ও যা সাধারণ, তার মধ্যে পার্থক্য করার জন্য তার চারদিকে প্রাচীর ছিল; তা পাঁচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল চওড়া ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 এইভাবে তিনি তার চারদিক মাপলেন। সাধারণ লোকদের থেকে পবিত্রস্থান আলাদা করার জন্য তার চারিদিকে একটি প্রাচীর ছিল, যেটা পাঁচশো হাত লম্বা এবং পাঁচশো হাত চওড়া।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 এটি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাতের একটি চতুষ্কোণ ক্ষেত্র। এইভাবে দেওয়াল দিয়ে পবিত্র স্থানটিকে সবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 এইরূপে তিনি তাহার চারিপার্শ্ব মাপিলেন; যাহা পবিত্র ও যাহা সামান্য, তাহার মধ্যে বিচ্ছেদ করিবার জন্য তাহার চারিদিকে প্রাচীর ছিল; তাহা পাঁচ শত নল দীর্ঘ ও পাঁচ শত নল প্রস্থ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তারপর তিনি মন্দিরের চারধারের চারটি দেওয়াল মাপলেন। দেওয়ালটি লম্বায় 500 হাত এবং চওড়ায় 500 হাত ছিল। এটি পবিত্র স্থানটিকে সাধারণ স্থানের থেকে আলাদা করে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 এভাবে সে তার চার পাশ মাপলো; যা পবিত্র ও যা অপবিত্রতার মধ্যে তফাৎ করবার জন্য তার চারদিকে দেওয়াল ছিল; তা পাঁচশো হাত লম্বা ও পাঁচশো হাত চওড়া ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 42:20
18 ক্রস রেফারেন্স  

তার মধ্যে পাঁচ শত হাত লম্বা ও পাঁচ শত হাত চওড়া, চারদিকে চতুঙ্কোণ ভূমি পবিত্র স্থানের জন্য থাকবে; আবার তার বহির্ভাগে চারদিকে পঞ্চাশ হাত পরিমিত পরিসর থাকবে।


আর দেখ, এবাদতখানার বাইরে চারদিকে একটি প্রাচীর, আর সেই পুরুষের হাতে মাপবার একটি নল, তা ছয় হাত লম্বা, এর প্রত্যেক হাত এক হাত চার আঙ্গুল পরিমিত। পরে তিনি দেয়ালটি মাপলেন; তা চওড়ায় এক নল ও উচ্চতায় এক নল।


সেখানকার ইমামেরা আমার শরীয়তের প্রতি দৌরাত্ম্য করেছে ও আমার পবিত্র বস্তু সকল নাপাক করেছে, পবিত্র ও সামান্যের মধ্যে কোন প্রভেদ রাখে নি, পাক-নাপাকীতার মধ্যে কোন প্রভেদ শিক্ষা দেয় নি ও আমার বিশ্রামবারগুলোর প্রতি চোখ বন্ধ করে রেখেছে, আর আমি তাদের মধ্যে নাপাক হচ্ছি।


কারণ মাবুদ বলেন, আমিই তার চারদিকে আগুনের প্রাচীরস্বরূপ হব এবং আমি তার মধ্যবর্তী মহিমাস্বরূপ হবো।


আর পঁচিশ হাজার হাত লম্বা সেই ভূমির সম্মুখে চওড়া অনুসারে যে পাঁচ হাজার হাত অবশিষ্ট থাকে, তা সাধারণ স্থান বলে নগরের, বসতির ও পরিসরের জন্য হবে; নগরটি তার মধ্যস্থানে থাকবে।


আর তারা আমার লোকদেরকে পবিত্র ও সাধারণ বস্তুর প্রভেদ শিক্ষা দেবে এবং পাক ও নাপাকের প্রভেদ জানাবে।


আর শোনা যাবে না— তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা; কিন্তু তুমি তোমার প্রাচীরের নাম ‘উদ্ধার’ রাখবে, তোমার তোরণদ্বারের নাম ‘প্রশংসা’ রাখবে।


অতএব “তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো ও পৃথক হও, এটা প্রভু বলছেন এবং তোমরা নাপাক বস্তু স্পর্শ করো না; তাতে আমিই তোমাদের গ্রহণ করবো,


আর তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বড় একটি ফাঁকা স্থান রয়েছে, যেন এই স্থান থেকে যারা তোমাদের কাছে যেতে চায়, তারা না পারে, আবার ঐ স্থান থেকে আমাদের কাছে কেউ পার হয়ে আসতে না পারে।


তোমার প্রাচীর গাঁথবার দিন। সেদিন তোমার সীমানা অনেক বৃদ্ধি পাবে।


সেই উপহারভূমি সবসুদ্ধ পঁচিশ হাজার হাত লম্বা ও পঁচিশ হাজার হাত চওড়া হবে; তোমরা নগরের অধিকারসুদ্ধ চারকোনা বিশিষ্ট পবিত্র উপহারভূমি আলাদা করে রাখবে।


সেদিন এহুদা দেশে এই গজল গাওয়া হবে; আমাদের একটি দৃঢ় নগর আছে; তিনি উদ্ধারকে প্রাচীর ও পরিখাস্বরূপ করবেন।


মাবুদ, তুমি আমার আল্লাহ্‌; আমি তোমার প্রতিষ্ঠা করবো, তোমার নামের প্রশংসা করবো; কেননা তুমি অলৌকিক কাজ করেছ; বিশ্বস্ততায় ও সত্যে তুমি পুরাকালীন মন্ত্রণাগুলো সাধন করেছ।


আমার প্রিয় মৃগের ও হরিণের বাচ্চার মত; দেখ, তিনি আমাদের প্রাচীরের পিছনে দাঁড়িয়ে, জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জাফ্‌রির মধ্য দিয়ে উঁকি মারছেন।


তাতে তোমরা পবিত্র ও সামান্য বিষয়ের এবং পাক ও নাপাক বিষয়ের প্রভেদ করতে,


তিনি পশ্চিম পাশের দিকে ফিরে মাপবার নল দিয়ে পাঁচ শত নল মাপলেন।


এবাদতখানার ব্যবস্থা এই; পর্বতের শিখরে চারদিকে তার সমস্ত পরিসীমা অতি পবিত্র। দেখ, এ-ই সেই এবাদতখানার ব্যবস্থা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন