যিহিষ্কেল 41:21 - কিতাবুল মোকাদ্দস21 এবাদতখানার দ্বারকাঠগুলো চারকোনা বিশিষ্ট এবং পবিত্র স্থানের সম্মুখভাগের আকৃতিও সেই রকম ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 মূল হলঘরের দ্বারের গঠন চতুষ্কোণ ছিল, এবং মহাপবিত্র স্থানের দ্বারটিও একইরকম ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 পবিত্র স্থানের দরজার চৌকাঠগুলি ছিল চারকোণা। পবিত্রতম স্থানে প্রবেশ পথের সামনে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 মন্দিরের দ্বারকাষ্ঠ সকল চতুষ্কোণ, এবং পবিত্র স্থানের অগ্রদেশের আকৃতি সেই আকৃতির তুল্য ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পবিত্র স্থানের দুই ধারের দেওয়ালগুলো ছিল বর্গাকৃতি। পবিত্রতম স্থানের সামনে একটি জিনিষ ছিল যা দেখতে অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 পবিত্র দরজার কাঠ সব চতুষ্কোণ এবং তারা দেখতে একটা অন্যটার মত। অধ্যায় দেখুন |