যিহিষ্কেল 41:20 - কিতাবুল মোকাদ্দস20 ভূমি থেকে দ্বারের উপরিভাগ পর্যন্ত সেই কারুবী ও খেজুর শিল্পীত ছিল; এটি এবাদতখানার দেয়াল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 মূল হলঘরের মেঝে থেকে প্রবেশস্থানের উপরের অংশের দেয়াল পর্যন্ত করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 মেঝে থেকে দরজার উপরের চৌকাঠ পর্যন্ত এইভাবে মূর্তি খোদাই করা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 ভূমি অবধি দ্বারের উপরিভাগ পর্য্যন্ত সেই করূব ও খর্জ্জুরবৃক্ষ শিল্পিত ছিল; ইহা মন্দিরের ভিত্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 মেঝে থেকে দরজার উপর পর্যন্ত পবিত্র—স্থানের সমস্ত দেওয়ালে করূব দূত ও খেজুর গাছের আকৃতি খোদাই করা ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 ভূমি থেকে দরজার উপরের ভাগ পর্যন্ত সেই স্বর্গীয় দূত ও খেজুর গাছ দিয়ে সাজানো ছিল মন্দিরের দেওয়ালের ওপরে। অধ্যায় দেখুন |