যিহিষ্কেল 41:1 - কিতাবুল মোকাদ্দস1 পরে তিনি আমাকে এবাদতখানার কাছে এনে উপস্তম্ভগুলো মাপলেন; সেগুলোর চওড়া এদিকে ছয় হাত, ওদিকে ছয় হাত ছিল, এ-ই তাঁবুর চওড়া। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 তারপর সেই ব্যক্তি মূল হল ঘরে নিয়ে গিয়ে চৌকাঠের বাজু মাপলেন; দুই দিকের বাজু চওড়ায় ছয় হাত ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তারপর তিনি আমাকে মন্দিরের কেন্দ্রস্থলে পবিত্র স্থানে নিয়ে গেলেন। ভিতরে যাবার পথটি তিনি মাপলেন। সেটি ছহাত লম্বা ও অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে তিনি আমাকে মন্দিরের নিকটে আনিয়া উপস্তম্ভ সকল মাপিলেন; সে গুলির বিস্তার এদিকে ছয় হস্ত, ওদিকে ছয় হস্ত ছিল, ইহাই তাম্বুর বিস্তার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এরপর সেই পুরুষটি আমায় পবিত্রস্থানের দিকে নিয়ে চলল। সে সেই ঘরের দুই ধারের দেওয়াল মাপল। প্রতি পাশের দেওয়ালগুলি 6 হাত পুরু ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 তারপর লোকটি আমাকে মন্দিরের পবিত্র জায়গায় আনলেন এবং দরজার স্তম্ভ মাপলেন সেগুলি চওড়ায় এদিকে ছয় হাত ওদিকে ছয় হাত ছিল। অধ্যায় দেখুন |