Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 40:9 - কিতাবুল মোকাদ্দস

9 পরে তিনি দ্বারের বারান্দা আট হাত এবং তার উপস্তম্ভগুলো দুই হাত মাপলেন; দ্বারের বারান্দা এবাদতখানার দিকে ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 সেটি ছিল আট হাত লম্বা এবং তার থামগুলি দু-হাত চওড়া। দ্বারের বারান্দা মন্দিরের দিকে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পরে তিনি দ্বারের বারাণ্ডা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন; দ্বারের বারাণ্ডা গৃহের দিকে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তা লম্বায় 8 হাত হল। পুরুষটি দরজার দুধারের দেওয়ালও মাপল। প্রত্যেক পাশের দেওয়াল চওড়ায় 2 হাত হল। বারান্দাটি মন্দিরের দিকে মুখ করে প্রবেশ পথের শেষে ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তিনি দরজার বারান্দা মাপলেন; এটা ছিল আট এক লাঠি গভীর এবং দরজার চৌকাঠগুলি দুই হাত চওড়া ছিল; এটা ছিল মন্দিরের সামনের দরজার বারান্দা।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 40:9
7 ক্রস রেফারেন্স  

আর ইমাম সেই গুনাহ্‌-কোরবানীর রক্তের কিছু পরিমাণ নিয়ে এবাদতখানার চৌকাঠে, কোরবানগাহ্‌র সিঁড়ির চার প্রান্তে এবং ভিতরের প্রাঙ্গণের দ্বারের চৌকাঠে দেবে।


আর তিনি এবাদতখানার দিকে দ্বারের বারান্দাটি মাপলেন, তা এক নল হল।


আর পূর্বমূখী দ্বারের কক্ষ এক পাশে তিনটি, অন্য পাশের তিনটি ছিল; তিনটির মাপ একই ছিল; এবং এপাশে ওপাশে অবস্থিত উপস্তম্ভগুলোও একই মাপের ছিল।


পরে তিনি আমাকে এবাদতখানার কাছে এনে উপস্তম্ভগুলো মাপলেন; সেগুলোর চওড়া এদিকে ছয় হাত, ওদিকে ছয় হাত ছিল, এ-ই তাঁবুর চওড়া।


এবাদতখানার দ্বারকাঠগুলো চারকোনা বিশিষ্ট এবং পবিত্র স্থানের সম্মুখভাগের আকৃতিও সেই রকম ছিল।


বারান্দার দুই পাশে, তার এদিকে ওদিকে জালবদ্ধ জানালা ও খেজুর আকৃতি ছিল। এবাদতখানার পাশে অবস্থিত কুঠরী সকল ও বারান্দার ছাউনিও এরকম ছিল।


শাসনকর্তা বলে কেবল শাসনকর্তাই মাবুদের সম্মুখে আহার করার জন্য এর মধ্যে বসবেন; তিনি এই দ্বারের বারান্দার পথ দিয়ে ভিতরে আসবেন ও সেই পথ দিয়ে বাইরে যাবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন