যিহিষ্কেল 39:4 - কিতাবুল মোকাদ্দস4 ইসরাইলের পর্বতগুলোতে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা মরে পড়ে থাকবে; আমি তোমাকে খাবার হিসেবে সব জাতের হিংস্র পাখি ও বন্য পশুদের দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 ইস্রায়েলের পাহাড়গুলির উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সঙ্গের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে হিংস্র পাখি ও বুনো পশুদের খাবার হিসেবে দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সৈন্যবাহিনীসহ গোগ ও তার মিত্রপক্ষ ইসরায়েলের পার্বত্যভূমিতে মারা পড়বে। তাদের মৃতদেহ পাখি ও বন্যজন্তুর আহার হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ইস্রায়েলের পর্ব্বতসমূহে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিগণ পতিত হইবে; আমি তোমাকে কবলিত হইবার জন্য সর্ব্বজাতীয় হিংস্র পক্ষী ও বনপশুদের কাছে দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তুমি ইস্রায়েলের পর্বতে নিহত হবে। তুমি, তোমার সেনাদল এবং তোমার সঙ্গের সমস্ত লোকজন যুদ্ধে নিহত হবে। আমি তোমাকে সব রকমের পাখি ও বন্য পশুদের খাদ্য হিসাবে দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ইস্রায়েলের পর্বতগুলিতে তুমি, তোমার সব সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা পড়ে মারা যাবে; আমি তোমাকে খাবারের জন্য ক্ষেত্রের শিকারী পাখি ও বন্যপশুদের কাছে দেব। অধ্যায় দেখুন |