Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 34:1 - কিতাবুল মোকাদ্দস

1 আবার মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বর আমাকে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভুর বাক্য আমার কাছে এল। তিনি বললেন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 34:1
7 ক্রস রেফারেন্স  

যখন এসব ঘটবে, আর দেখ তা নিশ্চয়ই ঘটবে, তখন তারা জানবে যে, তাদের মধ্যে এক জন নবী রয়েছে।


হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পালকদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল, ভবিষ্যদ্বাণী বল, তাদেরকে, অর্থাৎ সেই পালকদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ইসরাইলের সেই পালকদেরকে ধিক্‌, যারা নিজেদেরকেই পালন করছে।


মাবুদ বলেন, ধিক্‌ সেই পালকদেরকে যারা আমার পালের ভেড়াগুলোকে নষ্ট ও ছিন্নভিন্ন করে।


আর আমি তোমাদেরকে আমার উদ্দেশ পেতে দেব, মাবুদ এই কথা বলেন; এবং আমি তোমাদের বন্দীদশা ফিরাব এবং যেসব জাতির মধ্যে ও যেসব স্থানে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি, সেসব স্থান থেকে তোমাদেরকে সংগ্রহ করবো, মাবুদ এই কথা বলেন; এবং যে স্থান থেকে তোমাদেরকে বন্দী করে এনেছি, সেই স্থানে তোমাদেরকে পুনর্বার নিয়ে যাব।


তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাচীনকালের লোকদের কাছে নামাব এবং পাতালে, চিরকালীন ধ্বংসের স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাব, তাতে তুমি আর বসতিস্থান পাবে না; এবং জীবিতদের দেশে তোমার শোভা আর দেখাবে না।


মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


পরে মাবুদ আমাকে বললেন, এবার তুমি এক জন নির্বোধ ভেড়ার রাখালের দ্রব্য গ্রহণ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন