Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 31:7 - কিতাবুল মোকাদ্দস

7 সে তার মহত্ত্বে ও লম্বা লম্বা ডালে খুব সুন্দর ছিল; কেননা তার মূল প্রচুর পানির পাশে ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 সে ছিল সৌন্দর্যে মহিমান্বিত তার ছড়ানো ডালপালার জন্য, কারণ তার শেকড় গভীরে গিয়েছিল প্রচুর জলের কাছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কী অপরূপ সেই বৃক্ষ সুউন্নত, সুবিস্তৃত তার শাখাগুলি। তার মূলগুলি মাটির গভীরে বয়ে চলা স্রোতধারায় গিয়ে শাখা মেলেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 সে আপন মহত্ত্বে, ডালের দীর্ঘতায়, মনোহর ছিল, কেননা তাহার মূল প্রচুর জলের পার্শ্বে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 সেই বৃক্ষ অতি সুন্দর, অতি বৃহৎ‌‌ ও লম্বা ডাল যুক্ত ছিল। তার মূলগুলি প্রচুর জলও পেত!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারণ সে মহত্বে সুন্দর ছিল, ডালের লম্বায়, সুন্দর ছিল, কারণ তার শেকড় প্রচুর জলের মধ্যে ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 31:7
3 ক্রস রেফারেন্স  

তার ডালে আসমানের সকল পাখি বাসা করতো এবং তার ডালের নিচে মাঠের সকল পশু প্রসব করতো এবং তার ছায়াতে সকল মহাজাতি বাস করতো।


আল্লাহ্‌র বাগানে এরস গাছগুলো তাকে গোপন করতে পারতো না, দেবদারু সকল ডালপালায় তার সমান ছিল না; এবং অর্মোণ গাছগুলো তার মত ডালবিশিষ্ট ছিল না; আল্লাহ্‌র বাগানে অবস্থিত কোন গাছ সৌন্দর্যে তার মত ছিল না।


তার সুন্দর সুন্দর পাতা ও অনেক ফল ছিল, তার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল; তার নিচে মাঠের পশুগুলো ছায়া পেত, তার ডালে আসমানের পাখিরা বাস করতো এবং সমস্ত প্রাণী তা থেকে খাদ্য পেত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন