Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 30:21 - কিতাবুল মোকাদ্দস

21 হে মানুষের সন্তান, আমি মিসরের বাদশাহ্‌ ফেরাউনের বাহু ভেঙ্গেছি, আর দেখ, সুস্থ হবার জন্য তা পটি দিয়ে বাঁধা হয় নি, যাতে তলোয়ার ধারণের উপযুক্ত শক্তি পায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 “হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 হে মর্ত্যমানব, মিশররাজের হাত আমি ভেঙ্গে দিয়েছি। কেউ আর তার হাতে পটি বেঁধে দেয়নি বা কাঠের ফালিও বেঁধে দেয়নি, যাতে হাতটা সেরে যায় এবং সে তরোয়াল ধরার মত যথেষ্ট শক্তি আবার ফিরে পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 হে মনুষ্য-সন্তান, আমি মিসর-রাজ ফরৌণের বাহু ভাঙ্গিয়াছি, আর দেখ, প্রতিকারের নিমিত্ত, পটি দিয়া তাহা বাঁধিবার নিমিত্ত, খড়্‌গধারণের উপযুক্ত শক্তি দিবার নিমিত্ত, তাহা বাঁধা হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 “মনুষ্যসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের বাহু ভগ্ন করেছি। পটি দিয়ে কেউ তার সেই হাত বেঁধে দেবে না। তা আরোগ্যও হবে না তাই সেই হাত তরবারিও ধরতে পারবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 “হে মানুষের-সন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙ্গেছি, আর দেখ, প্রতিকারের জন্য, পট্টি দিয়ে তা বাঁধবার জন্য তরোয়াল ধারনের উপযুক্ত শক্তি দেবার জন্য, তা বাঁধা হয়নি।”

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 30:21
15 ক্রস রেফারেন্স  

হে কুমারী মিসর-কন্যে, তুমি গিলিয়দে উঠে যাও, ওষুধ গ্রহণ কর; তুমি বৃথাই অনেক ওষুধ ব্যবহার করছো; তুমি সুস্থ হবে না।


তোমার পক্ষ সমর্থন করার কেউই নেই; তোমার ক্ষত ভাল করার ওষুধ নেই, তোমার সুস্থতা লাভ করার কোন আশাও নেই।


মোয়াবের শিং কেটে ফেলা হল ও তার বাহু ভেঙ্গে ফেলা হল, মাবুদ এই কথা বলেন।


কারণ দুষ্টদের বাহু ভেঙ্গে যাবে; কিন্তু মাবুদ ধার্মিকদের ধরে রাখেন।


আর আমি ব্যাবিলনের বাদশাহ্‌র বাহু বলবান করবো ও তারই হাতে আমার তলোয়ার দেব; কিন্তু ফেরাউনের বাহু ভেঙ্গে ফেলবো, তাতে সে ওর সাক্ষাতে আহত লোকের মত কাতরোক্তি করবে।


দুর্বৃত্তদের বাহু ভেঙ্গে ফেল, দুর্বৃত্তের নাফরমানীর অনুসন্ধান কর, যতদিন লেশমাত্র না থাকে।


পরে এক শক্তিমান ফেরেশতা বড় এক পাটি জাঁতার মত একখানি পাথর নিয়ে সাগরে নিক্ষেপ করে বললেন, এর মত মহানগরী ব্যাবিলন মহাবলে নিপাতিত হবে, আর কখনও তার উদ্দেশ পাওয়া যাবে না।


তুমি পতঙ্গের মত বড় ঝাঁক হও। তুমি আসমানের তারা হতেও তোমার বণিকদের বৃদ্ধি করেছ; পতঙ্গ ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে।


পায়ের তলা থেকে মাথা পর্যন্ত কোন স্থানে স্বাস্থ্য নেই; কেবল আঘাত ও প্রহারের চিহ্ন ও নতুন ক্ষত; তা পরিষ্কার করা কি বাঁধা হয় নি এবং তেল দিয়ে কোমলও করা হয় নি।


মাবুদ এই কথা বলেন, দেখ, আমি যেমন এহুদার বাদশাহ্‌ সিদিকিয়কে তার প্রাণনাশে সচেষ্ট দুশমন ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাতে তুলে দিয়েছি, তেমনি মিসরের বাদশাহ্‌ ফেরাউন হফ্রাকেও তার দুশমনদের হাতে, যারা তার প্রাণনাশে সচেষ্ট, তাদের হাতে তুলে দেব।


আর আমি আঘাত করে তোমার ধনুক তোমার বাম হাত থেকে খসাব ও তোমার ডান হাত থেকে তোমার তীরগুলো নিপাত করবো।


ধিক্‌ সেই অকর্মণ্য পালককে, যে পাল ত্যাগ করে! তার বাহু ও ডান চোখে তলোয়ার আঘাত করবে; তার বাহু নিতান্তই শুকিয়ে যাবে ও তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে।


তারপর মিসরের বাদশাহ্‌ তাঁর দেশের বাইরে আর আসলেন না, কেননা মিসরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত মিসরের বাদশাহ্‌র যত অধিকার ছিল, সেই সবই ব্যাবিলনের বাদশাহ্‌ হরণ করেছিলেন।


হ্যাঁ, তুমি তাঁর তলোয়ারের ধার অকার্যকর করেছ, যুদ্ধে তাঁকে দাঁড়াতে দাও নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন