যিহিষ্কেল 3:8 - কিতাবুল মোকাদ্দস8 দেখ, আমি তাদের মুখের বিপরীতে তোমার মুখ এবং তাদের কপালের বিপরীতে তোমার কপাল দৃঢ় করলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 কিন্তু আমি তোমাকে তাদেরই মতো জেদি ও একগুঁয়ে করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আমি তোমাকেও তাদের মত একগুঁয়েমী আর জেদ দেব। দেব তোমায় অদম্য মনোবল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 দেখ, আমি তাহাদের মুখের প্রতিকূলে তোমার মুখ, এবং তাহাদের কপালের প্রতিকূলে তোমার কপাল দৃঢ় করিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 কিন্তু আমি তোমাকে তাদের মতোই একগুঁয়ে করব। তোমার কপাল তাদের কপালের চেয়েও দৃঢ় করব! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 দেখ, আমি তোমার মুখকে তাদের মুখের মত জেদী বানিয়েছি এবং তোমার কপাল তাদের কপালের মত শক্ত বানিয়েছি। অধ্যায় দেখুন |