যিহিষ্কেল 3:23 - কিতাবুল মোকাদ্দস23 তাতে আমি উঠে সমতল ভূমিতে গেলাম, আর দেখলাম, সেই স্থানে মাবুদের সেই মহিমা দণ্ডায়মান, কবার নদীতীরে যে মহিমা দেখেছিলাম; তখন আমি উবুড় হয়ে পড়লাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 কাজেই আমি উঠে সমতলভূমিতে গেলাম। কবার নদীর ধারে সদাপ্রভুর যে মহিমা দেখেছিলাম সেইরকম মহিমাই সেখানে দেখলাম, আর আমি উবুড় হয়ে পড়লাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 আমি প্রান্তরে গেলাম। সেখানে দেখলাম পরমেশ্বরের অলৌকিক মহিমা। এ মহিমা আমি আগেও একবার দেখেছি কিবার নদীতীরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তাহাতে আমি উঠিয়া সমস্থলীতে গমন করিলাম, আর দেখ, সে স্থানে সদাপ্রভুর সেই প্রতাপ দণ্ডায়মান, কবার নদীতীরে যে প্রতাপ দেখিয়াছিলাম; তখন আমি উপুড় হইয়া পড়িলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তাই আমি উঠে সেই উপত্যকায় গেলাম। প্রভুর মহিমা সেখানে ছিল—যেমনটি আমি কবার নদীর ধারে দেখেছিলাম। তাই আমি মাটিতে উপুড় হয়ে প্রণাম করলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 আমি উঠলাম এবং সমভূমিতে গেলাম এবং সেখানে সদাপ্রভুর মহিমা ছিল, যেমন মহিমা কবারনদীর ধারে দেখেছিলাম; তাই আমি উপুড় হলাম। অধ্যায় দেখুন |