Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 29:21 - কিতাবুল মোকাদ্দস

21 সেদিন আমি ইসরাইল-কুলের জন্য একটি শিং জন্মাতে দেব এবং তাদের মধ্যে তোমার মুখ খুলে দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 “সেদিন আমি ইস্রায়েল জাতিকে শক্তিশালী করব, এবং তাদের মধ্যে কথা বলার জন্য আমি তোমার মুখ খুলে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 এ ঘটনা যখন ঘটবে, তখন আমি ইসরায়েলীদের শক্তিশালী করব এবং যিহিষ্কেল, তোমাকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়ে কথা বলাব, যেখান থেকে তোমার কথা প্রতিটি মানুষ শুনতে পাবে, যাতে তারা জানতে পারে যে আমি-ই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 সেই দিন আমি ইস্রায়েল-কুলের নিমিত্ত এক শৃঙ্গ প্ররোহণ করাইব, এবং তাহাদের মধ্যে তোমার মুখ খুলিয়া দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 “সেই দিন আমি ইস্রায়েল পরিবারকে শক্তিশালী করব, তখন হে যিহিষ্কেল আমি তোমাকে তাদের কাছে কথা বলতে দেব আর তারা জানবে যে আমিই প্রভু।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 সেই দিনের আমি ইস্রায়েল কুলের জন্যে এক শিং নির্গত করাব এবং তাদের মধ্যে তোমার মুখ খুলে দেব; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 29:21
21 ক্রস রেফারেন্স  

মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে; তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন; মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর বাদশাহ্‌কে বল দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।


কেননা আমি তোমাদেরকে এমন মুখ ও বিজ্ঞতা দেব যে, তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করতে বা উত্তর দিতে পারবে না।


আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো; আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি।


আর সেই পলাতকের আসার আগে সন্ধ্যাবেলা মাবুদ আমার উপরে হস্তার্পণ করেছিলেন এবং খুব ভোরে সেই পলাতকের উপস্থিত হবার অপেক্ষায় তিনি আমার মুখ খুলে দিলেন, তখন আমার মুখ খুলে গেল, আমি আর বোবা রইলাম না।


সেদিন পলাতকের কাছে তোমার মুখ খোলা যাবে, তাতে তুমি কথা বলবে, আর বোবা থাকবে না; এভাবে তুমি তাদের জন্য চিহ্নস্বরূপ হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


কিন্তু তুমি আমার মাথা বন্য ষাঁড়ের শিংগুলোর মত উন্নত করেছ; আমি নব তেলে অভিষিক্ত হয়েছি।


আর আমাদের জন্য তাঁর গোলাম দাউদের কুলে নাজাতের এক শৃঙ্গ উঠিয়েছেন,


মিসর আর ইসরাইল-কুলের বিশ্বাসভূমি হবে না; এরা ওদের দিকে ফিরে গেছে বলে আর অপরাধ স্মরণ করাবে না; তাতে তারা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।


মিসর দেশ ধ্বংস ও উৎসন্ন স্থান হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ; যেহেতু তুমি বলতে, নদী আমার, আমিই তা উৎপন্ন করেছি।


তাতে মিসর-নিবাসী সকলে জানবে যে, আমিই মাবুদ, যেহেতু তারা ইসরাইল-কুলের পক্ষে নলের লাঠি হয়েছিল।


আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে আট্‌কে দেব, তাতে তুমি বোবা হবে, তাদের কাছে দোষবক্তা হবে না, কেননা তারা বিদ্রোহীকুল।


মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি দাউদের বংশে একটি ধার্মিক তরুশাখা উৎপন্ন করবো; তিনি বাদশাহ্‌ হয়ে রাজত্ব করবেন, বুদ্ধিপূর্বক চলবেন এবং দেশে ন্যায়বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করবেন।


ভাবী কালে ইয়াকুব মূল বাঁধবে, ইসরাইল মুকুলিত ও উৎফুল্ল হবে এবং তারা ভূতলকে ফলে পরিপূর্ণ করবে।


আর তিনি তাঁর লোকদের জন্য একটি শৃঙ্গ উত্তোলন করেছেন, তাঁর সমস্ত ভক্তের জন্য প্রশংসা কর, বনি-ইসরাইলদের জন্য তাঁর প্রশংসা কর, যারা তাঁর কাছের লোক। মাবুদের প্রশংসা হোক!


সে বিতরণ করেছে, দরিদ্রদের দান করেছে, তার ধার্মিকতা নিত্যস্থায়ী; তার শৃঙ্গ গৌরবে উন্নত হবে।


হে মালিক, আমার ওষ্ঠাধর খুলে দাও, আমার মুখ তোমার প্রশংসা তবলিগ করবে।


কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তোমার মুখ খুলে দেব, তাতে তুমি তাদেরকে এই কথা বলবে, সার্বভৌম মাবুদ এই কথা বলেন; যে শুনে সে শুনুক, যে না শুনে সে না শুনুক; কেননা তারা বিদ্রোহীকুল।


আবার মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন