যিহিষ্কেল 28:19 - কিতাবুল মোকাদ্দস19 জাতিদের মধ্যে যত লোক তোমাকে জানে, তারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হল; তুমি ত্রাসস্বরূপ হলে এবং তুমি চিরকালের জন্য শেষ হয়ে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 যে সমস্ত জাতি তোমাকে জানত তারা তোমার বিষয় হতভম্ব হল; তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ আর তুমি থাকবে না।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তুমি শেষ হয়ে গেলে, চিরদিনের জন্য শেষ হয়ে গেলে। সমস্ত জাতি যারা তোমায় চেনে, তারা আতঙ্কিত এই কথা ভেবে যে তাদেরও বরাতে এই একই দুঃখ অপেক্ষা করে আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 জাতিগণের মধ্যে যত লোক তোমাকে জানে, তাহারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইল; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “‘তোমার যা অবস্থা হল তা দেখে অন্য জাতির লোকরা বিস্মিত। তুমি লক্ষ্য করেছিলে, ভয় পেয়ে গিয়েছিলে এবং শেষ হয়ে গিয়েছিলে।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 জাতিদের মধ্যে যত লোক তোমাকে জানে, তারা সবাই তোমার বিষয়ে শিহরিত হল; তুমি সন্ত্রাসিত হলে এবং তুমি আবার কখনো থাকবে না’!” অধ্যায় দেখুন |