যিহিষ্কেল 27:15 - কিতাবুল মোকাদ্দস15 দদানের লোকেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হাট ছিল; তারা হাতির দাতের শিং ও আব্লুস কাঠ তোমার মূল্য হিসেবে আনত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 “ ‘দদানের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা করত, এবং উপকূলের অনেকেই তোমার ক্রেতা ছিল; তারা হাতির দাঁত ও আবলুস কাঠ দিয়ে তোমার দাম মিটাত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 রোডস দ্বীপের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত, সমুদ্রের উপকূলবর্তী দেশগুলির বহু লোক তোমায় গজদন্ত আর আবলুস কাঠ দিয়ে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হট্ট ছিল; তাহারা হস্তিদন্তের শৃঙ্গ ও আব্লুস কাষ্ঠ তোমার মূল্যরূপে আনিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 দদানের লোকরাও তোমার সঙ্গে ব্যবসা করত। তোমার জিনিসপত্র তুমি বহু জায়গায় বেচতে। লোকে হাতির দাঁত ও আবলুশ কাঠ দিয়ে তোমার দাম মেটাত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, পণ্যদ্রব্য তোমার হাতে ছিল; তারা হাতির দাঁতের শিং ও আবলুস কাঠ তোমার মূল্য হিসাবে আনত। অধ্যায় দেখুন |