Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 26:13 - কিতাবুল মোকাদ্দস

13 আর আমি তোমার গানের আওয়াজ বন্ধ করে দেব; এবং তোমার বীণার ধ্বনি আর শোনা যাবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 আমি তোমার গানের শব্দ থামিয়ে দেব এবং তোমার বীণার সংগীত আর শোনা যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তোমার সমস্ত সঙ্গীতের অবসান ঘটাব আমি, থেমে যাবে সব সুরলহরী, আমি স্তব্ধ করে দেব তোমার বীণার ঝঙ্কার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর আমি তোমার গানের শব্দ নিবৃত্ত করিব; এবং তোমার বীণাধ্বনি আর শুনা যাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমি তোমার আনন্দের গান থামিয়ে দেব, লোকে আর তোমার বীণার শব্দ শুনতে পাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আর আমি তোমার গানের শব্দ থামাব এবং তোমার বীণাধ্বনি আর শোনা যাবে না।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 26:13
16 ক্রস রেফারেন্স  

তখন আমি এহুদার সকল নগরে ও জেরুশালেমের সকল পথে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর নিবৃত্ত করবো; কেননা দেশ ধ্বংসস্থান হয়ে পড়বে।


‘হে ভুলে থাকা পতিতা, বীণা নিয়ে নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যাতে তোমাকে আবার স্মরণ করা যায়।’


আর এদের মধ্য থেকে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর, কন্যার কণ্ঠস্বর, যাঁতার আওয়াজ ও প্রদীপের আলো সংহার করবো।


কেননা বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি এই স্থানে তোমাদের দৃষ্টি-গোচরে, তোমাদের বর্তমান সময়ে, আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর নিবৃত্ত করবো।


পাতালে নামান হল তোমার জাঁক্‌জমক, ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য; কীট তোমার নিচে পাতা রয়েছে, কৃমি তোমাকে ঢেকে ফেলেছে।


আর আমি তার সমস্ত আমোদ, তার উৎসব, অমাবস্যা, বিশ্রামবার ও ঈদগুলো বন্ধ করে দেব।


তুমি আল্লাহ্‌র বাগান আদনে ছিলে; সব রকম দামী দামী পাথর, চূণি, পীতমণি, হীরক, বৈদূর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্তমণি ও মরকত এবং সোনা তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাক ও বাঁশীর কারুকার্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টির দিনে এসব প্রস্তুত হয়েছিল।


এ কি তোমাদের সেই আনন্দনগরী? এই নগর না প্রাচীনকালেও প্রাচীনা ছিল এবং এর চরণ না দূরদেশে প্রবাস করার জন্য একে নিয়ে যেত?


হে কলরবপূর্ণ, কোলাহল-যুক্ত নগরী, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতরা তলোয়ারে আহত নয়, তারা যুদ্ধে মৃত নয়।


বীণা ও নেবল, তবল ও বাঁশী ও আঙ্গুর-রস, এসব তাদের ভোজে বিদ্যমান; কিন্তু তারা মাবুদের কাজ লক্ষ্য করে না, তাঁর হাতের কাজ দেখলো না।


আমরা সেই স্থানের বাইশী গাছে নিজ নিজ বীণা টাঙ্গিয়ে রাখতাম।


আর তিনি বললেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করবে না; উঠ, পার হয়ে সাইপ্রাসে যাও; সে স্থানেও তোমার বিশ্রাম হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন