Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 25:5 - কিতাবুল মোকাদ্দস

5 আর আমি রব্বাকে উটের বাথান ও অম্মোনীয়দের দেশকে ছাগল-ভেড়ার পালের বিশ্রাম-স্থান করবো; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 আমি রব্বাকে উটের চারণভূমি ও অম্মোনকে মেষের বিশ্রামস্থান করব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 আমি রব্বা নগরীকে উটের আস্তানায় পর্যবসিত করব এবং সমগ্র আম্মোন দেশকে করব মেঘের চারণভূমি, যাতে তোমরা জানতে পার যে আমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর আমি রব্বাকে উষ্ট্রের বাথান ও অম্মোন-সন্তানদের [দেশকে] মেষাদি পালের শয়ন-স্থান করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “‘আমি রব্বা শহরটিকে উটের চারণস্থান ও অম্মোন দেশকে মেষরা যেখানে বিশ্রাম নেয় সেইরকম একটা স্থানে পরিণত করব। তখন তারা জানবে যে আমিই প্রভু।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আর আমি রব্বাকে উটের চারনভূমি তৈরী করবো এবং ও অম্মোন সন্তানদের দেশকে মেষ পালের জায়গা করব; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 25:5
18 ক্রস রেফারেন্স  

তলোয়ারের জন্য অম্মোনীয়দের রব্বা নগরগামী এক পথ ও এহুদার প্রাচীরবেষ্টিত জেরুশালেম নগরগামী অন্য পথ আঁক।


ইতোমধ্যে যোয়াব অম্মোনীয়দের রব্বা নগরের বিরুদ্ধে যুদ্ধ করে রাজধানী হস্তগত করলেন।


অরোয়েরের সমস্ত নগর পরিত্যক্ত হল, সেগুলো পশুপালদের অধিকার হবে; তারা সেই স্থানে শয়ন করবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না।


আর আমি নিজের মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করবো, বহুসংখ্যক জাতির সাক্ষাতে নিজের পরিচয় দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


আমি তোমাকে চিরস্থায়ী ধ্বংসস্থান করবো এবং তোমার নগরগুলো জনবসতিহীন হবে; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।


যখন আমি মিসরে আগুন লাগাই এবং তার সহকারীরা সকলে চুরমার হয়ে যাবে তখন তারা জানবে যে, আমিই মাবুদ।


আর জনপদে তার যে কন্যারা আছে, তারা তলোয়ারের আঘাতে নিহত হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলছে, দেখ, এহুদা-কুল, অন্য সকল জাতির মত।


এভাবে ইহিস্কেল তোমাদের জন্য চিহ্নস্বরূপ হবে; সে যা যা করলো, তোমরা সেসবই করবে; তা যখন ঘটবে, তখন তোমরা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।


অতএব এখন, হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমি তার হাত থেকে আমাদেরকে নিস্তার কর; তাতে দুনিয়ার সমস্ত রাজ্য জানতে পারবে যে, তুমি, কেবল মাত্র তুমিই মাবুদ।


কারণ রাজপুরী পরিত্যক্ত হবে, লোকারণ্যের নগর নির্জন হয়ে পড়বে, পাহাড় ও উঁচু পাহারা-ঘর চিরকালীন গুহা হবে, বন্য গাধার আনন্দের স্থান ও পশুপালের চরাণি-স্থান হবে;


আর জানুক যে তুমি, যাঁর নাম মাবুদ, একা তুমি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান।


(ফলত অবশিষ্ট রফায়ীয়দের মধ্যে শুধু বাশনের বাদশাহ্‌ উজ অবশিষ্ট ছিলেন; দেখ, তাঁর পালঙ্ক লোহার তৈরি; তা কি অম্মোনীয়দের রব্বা নগরে নেই? মানুষের হাতের পরিমাণানুসারে তা লম্বায় নয় ও চওড়ায় চার হাত।)


এজন্য মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি অম্মোনীয়দের রব্বা নগরে যুদ্ধের সিংহনাদ শোনাব; তখন তা ধ্বংসের ঢিবি হবে এবং তার কন্যাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে; সেই সময় ইসরাইল তার অধিকার-গ্রাসকারীদেরকে অধিকারচ্যুত করবে, মাবুদ এই কথা বলেন।


সেটি পুনর্বার কোষে রাখ; তুমি যে স্থানে সৃষ্ট ও যে দেশে উৎপন্ন হয়েছিলে, সেখানে আমি তোমার বিচার করবো।


আর হে আহত দুষ্ট ইসরাইল-নরপতি, শেষ অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হল।


আর সমুদ্রের তীরস্থ অঞ্চল বাথানে, ভেড়ার রাখালদের গহ্বরে ও ভেড়ার খোঁয়াড়ে পরিণত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন