যিহিষ্কেল 23:44 - কিতাবুল মোকাদ্দস44 আর পুরুষেরা যেমন পতিতার কাছে গমন করে, তেমনি তারা ওর কাছে গমন করতো; এভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই কুকর্মকারিণী রমণীর কাছে গমন করতো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ44 আর তারা তার সঙ্গে শয়ন করল। একজন গণিকার সঙ্গে যেমন লোকে শয়ন করে, তেমনি করে তারা সেই কামুক স্ত্রীলোক, অহলা ও অহলীবার সঙ্গে শয়ন করেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 এই বারবণিতাদের কাছে তারা যাতায়াত করছে। ভ্রষ্টা অহলা আর অহলিবার সঙ্গে চলছে তাদের অবাধ সংসর্গ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে গমন করে, তেমনি তাহারা উহার কাছে গমন করিত; এইরূপে তাহারা অহলার ও অহলীবার, সেই দুই কুকর্ম্মকারিণী রমণীর কাছে গমন করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 কিন্তু লোকে যেমন বেশ্যার কাছে যায় সেই ভাবেই তারা তার কাছে যেতে থাকল। হ্যাঁ, তারা বারবার ঐ দুষ্টা স্ত্রীলোক অহলা ও অহলীবার কাছে যেতে থাকল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে যায়, তেমনি তারা অর কাছে যেত; এই ভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই খারাপ কাজ করা নারীর কাছে যেত। অধ্যায় দেখুন |