Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 23:41 - কিতাবুল মোকাদ্দস

41 পরে রাজকীয় বিছানায় বসে তার সামনে টেবিল সাজিয়ে তার উপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

41 তোমরা সুন্দর বিছানায় শুয়ে তার সামনে একটি টেবিল রেখে আমারই সুগন্ধি এবং জলপাই তেল তার উপরে রেখেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 সুদৃশ্য পালঙ্কে এসে বসেছে। তাদের সামনে রাখা সাজানো টেবিলে আমারই দেওয়া সুগন্ধি ধূপ-ধূনো আর জলপাই তেল শোভা পাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 পরে রাজকীয় শয্যায় বসিয়া তৎসম্মুখে মেজ সাজাইয়া তাহার উপরে আমার ধূপ ও আমার তৈল রাখিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 তুমি রাজকীয় বিছানায় বসে তার সামনের টেবিলে আমার দেওয়া সুগন্ধী ও তেল সাজিয়ে রাখলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 এবং পরে সুন্দর বিছানায় বসে তার সামনে মেজ সাজিয়ে তার ওপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 23:41
14 ক্রস রেফারেন্স  

সেখানে কার্পাসের তৈরি সাদা ও নীল রংয়ের চন্দ্রাতপ ছিল, তা মসীনা সুতার বেগুনিয়া রংয়ের দড়ি দিয়ে রূপার কড়াতে মার্বেলস্তম্ভে বাঁধা ছিল এবং লাল, সাদা, সবুজ ও কাল মার্বেল পাথরে সজ্জিত মেঝের উপর সোনার ও রূপার আসনশ্রেণী স্থাপিত ছিল।


তারা হাতির দাঁতের বিছানায় শয়ন করে, পালঙ্কের উপরে নিজ নিজ শরীর লম্বা করে এবং পালের মধ্য থেকে ভেড়ার বাচ্চাগুলোর, আস্তাবলের মধ্য থেকে বাছুরগুলোকে এনে ভোজন করে;


তারাই আমার পবিত্র স্থানে প্রবেশ করবে এবং তারাই আমার পরিচর্যা করার জন্য আমার টেবিলের কাছে আসবে ও আমার রক্ষণীয় রক্ষা করবে।


কিন্তু আমাদেরই যা বলেছি সেই সমস্ত কথা অনুসারে কাজ করবোই করবো, আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাবো ও পেয় উৎসর্গ ঢালব; আমরা ও আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাদশাহ্‌রা ও আমাদের কর্মকর্তারা এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে তা-ই করতাম, আর সেখানে আমরা খাদ্যদ্রব্যে তৃপ্ত হতাম এবং সুখে ছিলাম, কোন অমঙ্গল দেখতাম না।


কিন্তু তোমরা যারা মাবুদকে ত্যাগ করছো, আমার পবিত্র পর্বত ভুলে যাচ্ছ, ভাগ্য দেবতার জন্য টেবিল সাজিয়ে থাক এবং নিরূপণী দেবীর উদ্দেশে মিশ্র সুরা পূর্ণ করে থাক,


তুমি উঁচু ও তুঙ্গ পর্বতের উপরে তোমার বিছানা পেতেছ; সেই স্থানেও তুমি কোরবানী করতে উঠেছিলে;


তোমরা আমার কোরবানগাহ্‌র উপরে নাপাক খাদ্য নিবেদন করেছ। তবুও বলছো, কিসে তোমাকে নাপাক করেছি? মাবুদের টেবিল তুচ্ছ, এই কথা বলাতেই তা করেছ।


আর তারা সমস্ত কোরবানগাহ্‌র কাছে বন্ধক নেওয়া কাপড়ের উপরে শয়ন করে ও অর্থদণ্ডে দণ্ডিত লোকদের আঙ্গুর-রস তাদের আল্লাহ্‌র এবাদতখানায় পান করে।


কিন্তু তিনি অসম্মত হয়ে বললেন, আমি ভোজন করবো না; তবুও তাঁর গোলামেরা ও সেই স্ত্রী-লোকটি সাধাসাধি করলে তিনি তাদের কথা শুনে ভূমি থেকে উঠে পালঙ্কে বসলেন।


কোরবানগাহ্‌ কাঠের তৈরি, তিন হাত উঁচু ও লম্বায় দুই হাত; এবং তার কোণ, পায়া ও শরীর কাঠের ছিল। পরে তিনি আমাকে বললেন, এটি মাবুদের সম্মুখস্থ টেবিল।


যখন সমস্ত উঁচু পাহাড়ে, পর্বতের চূড়ায়, সবুজ গাছের তলে তাদের কোরবানগাহ্‌র চারদিকে মূর্তিগুলোর মধ্যে তাদের নিহত লোকেরা থাকবে এবং প্রত্যেক ঝোপাল এলা গাছের তলে, যে স্থানে তারা নিজ নিজ মূর্তিগুলোর উদ্দেশে খোশবুযুক্ত নৈবেদ্য উৎসর্গ করতো, সেই স্থানেও থাকবে তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন