যিহিষ্কেল 20:25 - কিতাবুল মোকাদ্দস25 এছাড়া, যা মঙ্গলজনক নয়, এমন বিধিকলাপ এবং যা দ্বারা কেউ বাঁচতে পারে না, এমন অনুশাসনগুলো তাদের দিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 যেসব নিয়ম ভালো না এবং যে আইনকানুন মধ্য দিয়ে তারা বাঁচতে পারবে না সেইসব তাদের দিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তখন আমি তাদের দিলাম সেই বিধান, যা মঙ্গলজনক নয়, দিলাম এমন অনুশাসন যা তাদের নিয়ে যাবে মৃত্যুর পথে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 অধিকন্তু যাহা মঙ্গলজনক নয়, এমন বিধিকলাপ, এবং যদ্দ্বারা কেহ বাঁচিতে পারে না, এমন শাসনকলাপ, তাহাদিগকে দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তাই আমি তাদের এমন আজ্ঞা দিলাম যা মঙ্গলজনক নয়। এমন আদেশ দিলাম যা জীবনদায়ী নয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তারপর যা ভালো নয়, এমন বিধিকলাপ এবং যার দ্বারা কেউ বাঁচতে পারে না, এমন শাসনকলাপ তাদেরকে দিলাম। অধ্যায় দেখুন |