Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 16:57 - কিতাবুল মোকাদ্দস

57 তখন তোমার নাফরমানী প্রকাশ পায় নি; যেমন এই সময়ে অরামের কন্যারা ও তার চারদিকের নিবাসিনী সকলে, ফিলিস্তিনীদের কন্যারা, তোমাকে টিটকারি দিচ্ছে; এরা চারদিকে তোমাকে তুচ্ছ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

57 যখন তোমার দুষ্টতা প্রকাশ পায়নি। তবুও অরামের মেয়েরা ও তার প্রতিবেশীরা, ফিলিস্তিনীদের মেয়েরা তোমাকে অবজ্ঞা করে—তোমার চারিদিকে যারা আছে তারা তোমাকে ঘৃণা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

57 তখন তোমার দুষ্টতা প্রকাশ পায় নাই; যেমন এই সময়ে অরামের কন্যারা ও তাহার চারিদিকের নিবাসিনী সকলে, পলেষ্টীয়দের কন্যারা, তোমাকে টিটকারি দিতেছে; ইহারা চারিদিকে তোমাকে তুচ্ছ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

57 শাস্তি পাবার আগে তুমি তা করেছিলে, তোমার প্রতিবেশীরা তোমাকে নিয়ে মজা করার আগে করেছিল। ইদোম ও পলেষ্টীয়ের কন্যারা, যারা তোমাকে ঘৃণা করে, তারা এখন তোমাকে নিয়ে ঠাট্টা করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

57 তখন তোমার দুষ্টতা প্রকাশ পায়নি; যেমন এই দিনের অরামের মেয়েরা ও তার চারিদিকের নিবাসিনী সবাই, পলেষ্টীয়দের মেয়েরা, তোমাকে অবজ্ঞা করছে এরা চারিদিকে তোমাকে তুচ্ছ করে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 16:57
24 ক্রস রেফারেন্স  

এহুদার বাদশাহ্‌ উষিয়ের পৌত্র যোথমের পুত্র আহসের সময়ে অরামের বাদশাহ্‌ রৎসীন ও ইসরাইলের বাদশাহ্‌ রমলিয়ের পুত্র পেকহ, জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, কিন্তু যুদ্ধে তা জয় করতে পারলেন না।


অতএব তোমরা সময়ের পূর্বে, যে পর্যন্ত প্রভু না আসেন, সেই পর্যন্ত কোন বিচার করো না; তিনিই অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনবেন, এবং হৃদয়-সমূহের পরামর্শ সকল প্রকাশ করবেন; আর সেসময় প্রত্যেকে আল্লাহ্‌র কাছ থেকে নিজ নিজ প্রশংসা পাবে।


আমি যখন ইসরাইলকে সুস্থ করতে চাই, তখন আফরাহীমের অপরাধ ও সামেরিয়ার নাফরমানী প্রকাশ পায়; কারণ তারা প্রতারণার কাজ করে; ভিতরে চোর প্রবেশ করে, বাইরে দস্যুদল লুট করে।


এখন আমি তার প্রেমিকদের সাক্ষাতে তার ভ্রষ্টতা প্রকাশ করবো; কেউ তাকে আমার হাত থেকে উদ্ধার করবে না।


এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ অপরাধ স্মরণীয় করেছ, কেননা তোমাদের অধর্মগুলো অনাবৃত হল, তাই তোমাদের সমস্ত কাজে তোমাদের গুনাহ্‌ প্রকাশ পাচ্ছে, তোমরা স্মরণীয় হওয়াতে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।


সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর বন্দী দশায় ফেলে রাখবেন না; হে ইদোম-কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দেবেন, তোমার গুনাহ্‌ অনাবৃত করবেন।


এই লোকেরা কি বলেছে, তা কি তুমি টের পাও নি? তারা বলেছে, মাবুদ যে দুই গোষ্ঠীকে মনোনীত করেছিলেন, তাদেরকে অগ্রাহ্য করেছেন; এভাবে তারা আমার লোকবৃন্দকে তুচ্ছজ্ঞান করে, তাদের সম্মুখে তারা আর জাতি বলে গণ্য হয় না।


যে বছর বাদশাহ্‌ আহসের মৃত্যু হয়, সেই বছরের এই ভবিষ্যদ্বাণী।


তুমি এসব করেছ, আমি নীরব হয়ে রয়েছি; তুমি মনে করেছ, আমি তোমারই মত এক জন; আমি তোমাকে ভর্ৎসনা করবো, ও তোমার সাক্ষাতে সমস্ত কিছু বিন্যাস করবো।


তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বালাক অরাম দেশ থেকে আমাকে আনালেন, মোয়াবের বাদশাহ্‌ পূর্ব দিকের পর্বতমালা থেকে আনালেন; এসো, আমার জন্য ইয়াকুবকে অভিশাপ দাও, এসো, ইসরাইলকে বদদোয়া দাও।


আর আমি তোমাকে চারদিকের জাতিদের মধ্যে, পথিকমাত্রের দৃষ্টিতে, উৎসন্ন-স্থান ও উপহাসের পাত্র করবো।


হ্যাঁ, তুমি তোমার চারদিকের জাতিদের কাছে উপহাসের, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হবে; কেননা আমি ক্রোধ, গজব ও ভীষণ শাস্তি দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করবো, আমি মাবুদই এই কথা বললাম।


এজন্য দেখ, আমি তোমার উপরে হাত বাড়িয়ে তোমার নিরূপিত বৃত্তি খর্ব করলাম; এবং যারা তোমাকে হিংসা করে, যে ফিলিস্তিনীদের কন্যারা তোমার কুকর্মের ব্যবহারে লজ্জিতা হয়েছে, তাদের হাতে তোমাকে তুলে দিলাম।


তোমার অহঙ্কারের সময়ে তুমি তোমার বোন সাদুমের নাম মুখে আনতে না;


তুমি যে রক্তপাত করেছ, তা দ্বারা তুমি দণ্ডনীয়া হয়েছ ও তুমি যেসব মূর্তি তৈরি করেছ, তা দ্বারা নাপাক হয়েছ; এবং তুমি নিজের দিন সন্নিকট করেছ ও তোমার আয়ুর শেষ প্রান্তে উপস্থিত হয়েছ; এজন্য আমি তোমাকে জাতিদের ও সকল দেশের কাছে বিদ্রূপের পাত্র করলাম।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি তোমার বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বড়; তুমি পরিহাসের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।


তোমার তৈরি প্রচুর দ্রব্যের দরুন অরাম তোমার বণিক ছিল; সেখানকার লোকেরা তাম্রমণি, বেগুনে ও বুটিদার কাপড়, মসীনার কাপড় এবং প্রবাল ও পদ্মরাগমণি দিয়ে তোমার পণ্যের মূল্য পরিশোধ করতো।


দেখ, যেসব লোক তোমাকে দুঃখ দেয়, সেই সময়ে আমি তাদের প্রতি যা করার, তা করবো; আর আমি খঞ্জকে উদ্ধার করবো ও বিতাড়িতকে সংগ্রহ করবো; এবং যাদের লজ্জা সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, আমি তাদেরকে প্রশংসার ও কীর্তির পাত্র করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন