Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 16:20 - কিতাবুল মোকাদ্দস

20 আর তুমি, আমার জন্য প্রস্তুত তোমার যে পুত্রকন্যাদের, তাদেরকে নিয়ে খাদ্যরূপে ওদের কাছে কোরবানী করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 “ ‘আর তোমার যে ছেলে এবং মেয়েদের আমার জন্য গর্ভে ধরেছিলে তাদের মূর্তিদের কাছে তুমি খাবার হিসেবে বলিদান করেছিলে। তোমার বেশ্যাবৃত্তি কি যথেষ্ট ছিল না?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তোমাকে দেওয়া আমারই পুত্র কন্যাদের তুমি ঐ মূর্তির কাছে বলিরূপে উৎসর্গ করেছ। তুমি নিজে তো অবিশ্বস্ত হলেই,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর তুমি, আমার জন্য প্রসূত তোমার যে পুত্রকন্যাগণ, তাহাদিগকে লইয়া ভক্ষ্যরূপে উহাদের কাছে উৎসর্গ করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 ঈশ্বর বলেছেন, “তোমার এবং আমার সন্তান ছিল। কিন্তু তুমি আমার সন্তানদের নিয়ে গেলে। এমনকি তুমি তাদের হত্যা করলে এবং তাদের ঐসব মূর্ত্তিদের দিলে। ঐ সব মূর্ত্তিদের কাছে যাওয়া এবং তাদের সঙ্গে বেশ্যার মত আচরণ করবার চেয়েও এটা নিকৃষ্ট কাজ ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 “আর তুমি, আমার জন্য জন্ম দেওয়া তোমার যে ছেলে মেয়েরা, তাদেরকে নিয়ে খাবার হিসাবে ওদের কাছে উৎসর্গ করেছ।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 16:20
23 ক্রস রেফারেন্স  

কেননা তারা জেনার কাজ করেছে ও তাদের হাতে রক্ত আছে; তারা তাদের মূর্তিগুলোর সঙ্গে জেনা করেছে এবং আমার জন্য প্রসূত তাদের সন্তানদেরকে মূর্তিগুলোর খাবার হিসেবে আগুনের মধ্য দিয়ে গমন করিয়েছে।


তোমরা যখন নিজেদের উপহার দাও, যখন নিজ নিজ সন্তানদের আগুনের মধ্য দিয়ে গমন করাও, তখন আজ পর্যন্ত নিজেদের সমস্ত মূর্তির দ্বারা কি নিজদেরকে নাপাক করছো? তবে, হে ইসরাইল-কুল, আমি কি তোমাদের আমার ইচ্ছা জানতে দেব? সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, আমি তোমাদেরকে আমার ইচ্ছা জানতে দেব না।


তারা গর্ভ উন্মোচক সমস্ত সন্তানকে আগুনের মধ্য দিয়ে গমন করাত, তাই আমি তাদেরকে নিজ নিজ উপহারে নাপাক হতে দিলাম, যেন আমি তাদের ধ্বংস করি, যেন তারা জানতে পারে যে, আমিই মাবুদ।


আর তারা নিজ নিজ পুত্রকন্যাদেরকে আগুনে পোড়াবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলীগুলো প্রস্তুত করেছে; তা আমি হুকুম করি নি, আমার মনেও তা উদয় হয় নি।


বনি-ইসরাইলদের মধ্যে মানুষ কিংবা পশু সে যাই হোক না কেন, গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাত ফল আমার উদ্দেশে পবিত্র কর; তা আমারই।


কারণ যখন তারা তাদের মূর্তিগুলোর উদ্দেশে নিজ নিজ বালকদেরকে জবেহ্‌ করতো, তখন সেদিন আমার পবিত্র স্থানে এসে তা নাপাক করতো; আর দেখ, আমার গৃহের মধ্যে তারা এই কাজ করেছে।


তোমার জেনা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানদেরকেও জবেহ্‌ করে কোরবানী করেছ ও আগুনের মধ্য দিয়ে গমন করিয়েছ?


তোমরা এলা গাছগুলোর মধ্যে সমস্ত সবুজ গাছের তলে কামনায় জ্বলে ওঠো, তোমরা নানা উপত্যকায় ও শৈল-ফাটলের তলে নিজ নিজ বালকদেরকে জবেহ্‌ করে থাক।


তখন তুমি গর্ভজাত সমস্ত প্রথম ফল মাবুদের কাছে উপস্থিত করবে এবং তোমার পশুগুলোরও সমস্ত প্রথম গর্ভফলের মধ্যে পুরুষ-বাচ্চাটি মাবুদের হবে।


হাজার হাজার মেষে ও অযুত অযুত নদী-ভরা তেলে কি মাবুদ খুশি হবেন? আমি আমার অধর্মের জন্য কি নিজের প্রথমজাত পুত্রকে দেব? আমার প্রাণের গুনাহের দরুন কি শরীরের ফল দান করবো?’


তাদের মধ্যে জ্যেষ্ঠার নাম অহলা [তার তাঁবু] ও তার বোনের নাম অহলীবা [তার মধ্যে আমার তাঁবু]; তারা আমার হল এবং পুত্রকন্যা প্রসব করলো। তাদের নামের তাৎপর্য হল এই— অহলা সামেরিয়া ও অহলীবা জেরুশালেম।


তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান তুমি কি দেখলে? এখানে এহুদা-কুল যেসব ঘৃণার কাজ করছে, তাদের পক্ষে কি তা করা লঘু বিষয়? কারণ তারা দেশকে জোর-জুলুমে পরিপূর্ণ করেছে; এবং আবার ফিরে আমাকে বিরক্ত করেছে; আর দেখ, তারা তাদের নাকে সুড়সুড়ি দিচ্ছে।


আর তারা মোলকের উদ্দেশে নিজ নিজ পুত্রকন্যাদেরকে আগুনের মধ্য দিয়ে গমন করাবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় বালের উচ্চস্থলীগুলো নির্মাণ করেছে, আমি তা হুকুম করি নি; তা আমার মনেও উদয় হয় নি যে, তারা এই ঘৃণার কাজ করে, যেন এহুদাকে গুনাহ্‌ করায়।


আর তিনি তাঁর সন্তানদেরকে হিন্নোম-সন্তানের উপত্যকায় আগুনের মধ্যে দিয়ে গমন করালেন; আর গণকতা, মোহকের ব্যবহার ও মায়াক্রিয়া করতেন এবং ভূতড়িয়া ও গুনিনদেরকে রাখতেন; তিনি মাবুদের দৃষ্টিতে বহুল কদাচরণ করে তাঁকে অসন্তুষ্ট করলেন।


কিন্তু ইসরাইলের বাদশাহ্‌দের পথে চলতেন, এমন কি, মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখ থেকে যে জাতিদেরকে অধিকারচ্যুত করেছিলেন তাদের ঘৃণিত কাজ অনুসারে তাঁর পুত্রকেও আগুনের মধ্য দিয়ে গমন করালেন।


আমি তোমার সঙ্গে ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের সঙ্গে যে নিয়ম স্থাপন করবো তা চিরকালের নিয়ম হবে; ফলত আমি তোমার আল্লাহ্‌ ও তোমার ভাবী বংশের আল্লাহ্‌ হবো।


তখন তার মধ্যে যদি নূহ্‌, দানিয়াল ও আইউব, এই তিন ব্যক্তি থাকে, তবে তারা নিজ নিজ ধার্মিকতায় নিজ নিজ প্রাণমাত্র রক্ষা করবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


কিন্তু বাল্যকাল থেকে আমাদের পূর্বপুরুষদের শ্রমফল, তাঁদের ভেড়া ও গবাদি পাল ও তাঁদের পুত্রকন্যাদের, সেই লজ্জাস্পদ দেবতাদের গ্রাসে পড়েছে।


তারা বালের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে নিজ নিজ পুত্রদেরকে আগুনে পোড়াবার জন্য বালের উচ্চস্থলী নির্মাণ করেছে; তা আমি হুকুম করি নি, উচ্চারণ করি নি এবং তা আমার মনেও উদয় হয় নি।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমার লজ্জাস্থান খুলে দেওয়া হয়েছে এবং তোমার প্রেমিকদের সঙ্গে তোমার জেনা হেতু তোমার উলঙ্গতা অনাবৃত হয়েছে, সেজন্য এবং তোমার সমস্ত ঘৃণার মূর্তির জন্য, আর তুমি তাদেরকে যে রক্ত দিয়েছ, তোমার সন্তানদের সেই রক্তের জন্য,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন