Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 15:2 - কিতাবুল মোকাদ্দস

2 হে মানুষের সন্তান, অন্য সব গাছের চেয়ে আঙ্গুরলতার গাছ, বনের গাছগুলোর মধ্যে আঙ্গুরলতার ডাল, কিসে শ্রেষ্ঠ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 “হে মানবসন্তান, কেমন করে দ্রাক্ষালতার ডাল অন্য সকল বনের গাছের ডালের থেকে আলাদা?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে মর্ত্যমানব, একটি দ্রাক্ষালতাকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা যায় কি? অরণ্যের বৃক্ষের চেয়ে দ্রাক্ষালতার শাখা কি কোন অংশে ভাল হতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হে মনুষ্য-সন্তান, অন্য সকল গাছ অপেক্ষা দ্রাক্ষালতার গাছ, বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার শাখা, কিসে শ্রেষ্ঠ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “মনুষ্যসন্তান, দ্রাক্ষালতার কাঠের খণ্ডগুলো বনের বৃক্ষের ছোট কাঁটা ডালের থেকে কোন্ অংশে উত্তম?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মানুষের সন্তান, অন্য সব গাছের থেকে আঙ্গুরের গাছ, বনের সব গাছের মধ্যে আঙ্গুরের শাখা, কিজন্য ভালো?

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 15:2
20 ক্রস রেফারেন্স  

ইসরাইল ফলভারে সমৃদ্ধ একটি আঙ্গুরলতার মত, তার ফল ধরে; সে তার ফলের আধিক্য অনুসারে অনেক কোরবানগাহ্‌ তৈরি করেছে, নিজ দেশের উৎকর্ষ অনুসারে বহু উৎকৃষ্ট স্তম্ভ নির্মাণ করেছে।


আমি তো একেবারে উৎকৃষ্ট জাতের উত্তম আঙ্গুরলতা করে তোমাকে রোপণ করেছিলাম, তুমি কেমন করে বিকৃত হয়ে আমার কাছে বিজাতীয় আঙ্গুরলতার ডাল হলে?


চল, খুব ভোরে উঠে আঙ্গুর-ক্ষেতে যাই, দেখি, আঙ্গুরলতা পল্লবিত হয়েছে কি না, তাতে মুকুল ধরেছে কি না, ডালিম ফুল ফুটেছে কি না; সেখানে তোমাকে আমার মহব্বত নিবেদন করবো।


আমি উপত্যকার নবীন গাছ দেখতে, আঙ্গুরলতা পল্লবিত হয় কি না দেখতে, দেখতে ডালিমের ফুল ফোটে কি না দেখতে, বাদাম গাছের উপবনে নেমে গেলাম।


তোমরা আমাদের জন্য সেই শিয়ালদেরকে, ছোট শিয়ালদেরকে ধর, যারা আঙ্গুরের বাগানগুলো নষ্ট করে; কারণ আমাদের আঙ্গুরের বাগানগুলো মুকুলিত হয়েছে।


হে দেবদারু, হাহাকার কর, কেননা এরস গাছ পড়ে গেল, সেরা গাছগুলো নষ্ট হল; হে বাশনের অলোন গাছগুলো হাহাকার কর, কেননা দুর্গম বন ভূমিসাৎ হল।


এজন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেতের মত কর্ষিত হবে ও জেরুশালেম ধ্বংসস্তূপ হয়ে যাবে এবং এবাদতখানার পর্বত বনের উচ্চস্থলীর সমান হবে।


হে বেহেশতগুলো, তোমরা আনন্দ-রব কর, কেননা মাবুদ এই কাজ করেছেন; হে দুনিয়ার অধঃস্থানগুলো জয়-জয়ধ্বনি কর; হে পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে বন ও তার মধ্যেকার সকল গাছপালা, তোমরাও আনন্দ-গান কর কেননা মাবুদ ইয়াকুবকে মুক্ত করেছেন, এবং ইসরাইলের মধ্যে নিজেকে মহিমান্বিত করবেন।


ডুমুর গাছের ফল রসযুক্ত হচ্ছে, আঙ্গুরলতাগুলো মুকুলিত হয়েছে, সেগুলো সৌরভ ছড়াচ্ছে। অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরী! এসো।


পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


কোন কাজের জন্য কি তা থেকে কাঠ গ্রহণ করা যায়? কিংবা কোন পাত্র ঝুলাবার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করা যায়?


কিন্তু সে কোপে উৎপাটিত হল, ভূমিতে নিক্ষিপ্ত হল; পূর্ব্বীয় বায়ুতে তার ফল শুকিয়ে গেল; তার দৃঢ় শাখাগুলো ভেঙ্গে ফেলা হল ও শুকিয়ে গেল, আগুন সেগুলো গ্রাস করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন