Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 12:4 - কিতাবুল মোকাদ্দস

4 তুমি দিনের বেলা তাদের সাক্ষাতে নির্বাসনে যাবার জিনিসপত্রের মত তোমার জিনিসপত্র বের করবে; লোকে যেমন নির্বাসনে যাবার জন্য প্রস্থান করে, তেমনি সন্ধ্যাবেলা তাদের সাক্ষাতে প্রস্থান করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 দিনের বেলা যখন তারা দেখবে, নির্বাসনে যাবার জন্য তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসবে। তারপর সন্ধ্যায় নির্বাসনে যাবার মতন করে তাদের চোখের সামনে দিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 দিনের আলো থাকতে থাকতে নির্বাসনের জন্য তৈরী হও, যাতে ওরা দেখতে পায় এবং মনে করে যে তুমি নির্বাসনে যাচ্ছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তুমি দিনের বেলা তাহাদের সাক্ষাতে নির্ব্বাসার্থক জিনিষপত্রের ন্যায় তোমার জিনিষপত্র বাহির করিবে; লোকে যেমন নির্ব্বাসার্থে প্রস্থান করে, তেমনি সন্ধ্যাকালে তাহাদের সাক্ষাতে প্রস্থান করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “দিনের বেলায় তোমার জিনিসপত্র বাইরে বার করে এনো যাতে লোকে দেখতে পায়। তারপর বিকেলে এমন অভিনয় কর যেন নির্বাসিত হয়ে বহুদূর দেশে চলে যাচ্ছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তুমি দিনের র বেলা তাদের সামনে তোমার নির্বাসনের জন্য জিনিসপত্র বের করবে; সন্ধ্যাবেলায় তাদের চোখের সামনে দিয়ে যাবে যেমন অন্য কেউ নির্বাসনে যায়।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 12:4
5 ক্রস রেফারেন্স  

আর এহুদার বাদশাহ্‌ সিদিকিয় ও সমস্ত যোদ্ধা তাঁদেরকে দেখে পালিয়ে গেলেন, রাতের বেলায় বাদশাহ্‌র বাগানের পথে দুই প্রাচীরের মধ্যস্থিত দ্বার দিয়ে নগরের বাইরে গেলেন; আর তিনি অরাবা সমভূমির পথে প্রস্থান করলেন।


আর তাদের মধ্যবর্তী শাসনকর্তা অন্ধকার সময়ে ভার কাঁধে করে বহির্গমন করবে, লোকে জিনিসপত্র বের করার জন্য প্রাচীর খুঁড়বে, সে তার মুখ আচ্ছাদন করবে, যাতে সে চোখে মাটি দেখতে না পায়।


পরে নগরের প্রাচীর একটি জায়গা ভেঙ্গে গেল, আর সমস্ত যোদ্ধা রাত্রে বাদশাহ্‌র বাগানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্তী দ্বারের পথ দিয়ে পালিয়ে গেল; তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারদিকে ছিল। আর বাদশাহ্‌ অরাবা সমভূমির পথে গেলেন।


পরে নগর-প্রাচীরের একটি স্থান ভেঙ্গে গেল ও সমস্ত যোদ্ধা রাতে নগর থেকে বাইরে গিয়ে বাদশাহ্‌র বাগানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথ দিয়ে পালিয়ে গিয়ে অরাবা সমভূমির পথে গেল। তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারদিকে ছিল।


তুমি তাদের সাক্ষাতে দেয়ালে গর্ত করে তা দিয়ে সেই জিনিসপত্র বের করো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন