যিহিষ্কেল 12:25 - কিতাবুল মোকাদ্দস25 কেননা আমি মাবুদ, আমি কথা বলবো; আর আমি যে কালাম বলবো, তা অবশ্য সফল হবে, বিলম্ব আর হবে না; কারণ, হে বিদ্রোহী-কুল, তোমাদের বর্তমান সময়েই আমি কথা বলবো এবং তা সফলও করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 কেননা আমি সদাপ্রভু যা বলার তাই বলব আর তা সফল হবে, দেরি হবে না। হে বিদ্রোহীকুল, আমি যা বলছি তা তোমাদের সময়ই সফল হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আমি, প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের সঙ্গে কথা বলব এবং যা কিছু বলব, তাই ফলবে। এসব ঘটতে কিছু মাত্র বিলম্ব হবে না। তোমাদের জীবদ্দশাতেই হে বিদ্রোহীকুল, যেসব সাবধানবাণী আমি উচ্চারণ করেছি সেগুলি ঘটাব—ওদের বল, আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কেননা আমি সদাপ্রভু, আমি কথা কহিব; আর আমি যে বাক্য বলিব, তাহা অবশ্য সফল হইবে, বিলম্ব আর হইবে না; কারণ, হে বিদ্রোহী-কুল, তোমাদের বর্ত্তমান সময়েই আমি কথা কহিব, এবং তাহা সফলও করিব, ইহা প্রভু সদাপ্রভু কহেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 কারণ আমিই প্রভু আমি যা বলতে চাই তা বলব, আর তাই ঘটবে। আর আমি সময় দীর্ঘ হতে দেব না। ঐসব দুর্ভোগ খুব শীঘ্রই আসছে তোমাদের জীবন কালেই। ওহে বিদ্রোহী বংশ আমি যখন কিছু বলি, তা ঘটে।” প্রভু আমার সদাপ্রভু এইসব কথা বলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 কারণ আমি সদাপ্রভু, আমি কথা বলব; আর আমি যে বাক্য বলব, তা অবশ্য সফল হবে, দেরী আর হবে না; কারণ, হে বিদ্রোহী কুল, তোমাদের বর্তমান দিনের ই আমি কথা বলব এবং আমি তা সফল করব! এটা প্রভু সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুন |