Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 11:6 - কিতাবুল মোকাদ্দস

6 তোমরা এই নগরে নিজেদের নিহত লোকের সংখ্যা বৃদ্ধি করেছ, তোমরা নিহত লোকে এখানকার রাস্তাগুলো পরিপূর্ণ করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমরা এই নগরে অনেক লোককে মেরে ফেলেছ এবং মরা মানুষ দিয়ে রাস্তাগুলি ভরেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 এই নগরের অগণিত মানুষকে তোমরা হত্যা করেছ, নগরের রাস্তাঘাট ভরিয়ে তুলেছ শবদেহে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তোমরা এই নগরে আপনাদের নিহত লোকের সংখ্যা বৃদ্ধি করিয়াছ, তোমরা নিহত লোকে এখানকার চক সকল পরিপূর্ণ করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এই শহরে তুমি অনেক লোক হত্যা করেছ। শহরের রাস্তা মৃতদেহে ভরিয়ে দিয়েছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তোমার এই শহরে নিহতদের সংখ্যা বৃদ্ধি করেছ এবং তাদের দিয়ে রাস্তা ভর্তি করেছো।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 11:6
20 ক্রস রেফারেন্স  

তুমি শিকল প্রস্তুত কর, কেননা দেশ রক্তপাতরূপ অপরাধে পরিপূর্ণ এবং নগর জোর-জুলুমে পরিপূর্ণ।


সেখানকার কর্মকর্তারা সেখান এমন নেকড়ে বাঘের মত, যারা শিকার ছিন্নভিন্ন করে; তারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লাভ পেতে পারে।


রক্তপাত করার জন্য তোমার মধ্যে লোকে ঘুষ গ্রহণ করে; তুমি সুদ ও বৃদ্ধি নেও, লোভে জুলুম করে প্রতিবেশীদের কাছ থেকে লাভ করেছ এবং আমাকেই ভুলে গিয়েছ, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


রক্তপাত করার জন্য তোমার মধ্যে কিছু লোক কুৎসা রটনা করে থাকে; এবং তোমার মধ্যে লোকে পর্বতের উপরে ভোজন করে; তোমার মধ্যে লোকে কুকর্ম করে;


তোমরা মুনাজাতের জন্য হাত তুললে আমি তোমাদের থেকে আমার চোখ বন্ধ করে রাখব; যদিও অনেক মুনাজাত কর, তবুও শুনব না; তোমাদের হাত রক্তে পরিপূর্ণ।


যেন দুনিয়াতে যত ধার্মিক লোকের রক্তপাত হয়ে আসছে, সেসব তোমাদের উপরে বর্তে— ধার্মিক হাবিলের রক্তপাত থেকে, বরখিয়ের পুত্র যে জাকারিয়াকে তোমরা বায়তুল-মোকাদ্দসের ও কোরবানগাহ্‌র মধ্যস্থানে খুন করেছিলে, তাঁর রক্তপাত পর্যন্ত।


তার মধ্যস্থিত কর্মকর্তারা গর্জনকারী সিংহ, তার বিচারকরা সন্ধ্যা-কালীন নেকড়ে বাঘ; তারা সকাল বেলার জন্য কিছুমাত্র অবশিষ্ট রাখে না।


দুনিয়া থেকে বিশ্বস্ত লোক উচ্ছিন্ন হয়েছে, মানুষের মধ্যে সরল লোক একেবারে নেই; সকলেই রক্তপাত করার জন্য ঘাঁটি বসায়; প্রত্যেকে আপন আপন ভাইকে জালে আটকাতে চেষ্টা করে।


তোমরা প্রত্যেকে সিয়োনকে রক্তে ও জেরুশালেমকে জোর-জুলুমে গেঁথে তুলেছ।


তখন তিনি আমাকে বললেন, ইসরাইল ও এহুদাকুলের অপরাধ অতি ভারী; এবং দেশ রক্তে পরিপূর্ণ ও নগর অত্যাচারে পরিপূর্ণ; কারণ তারা বলে, মাবুদ দেশ ত্যাগ করেছেন, মাবুদ দেখতে পান না।


এর কারণ তার নবীদের গুনাহ্‌ ও তার ইমামদের অপরাধ; কেননা তারা তার মধ্যে ধার্মিকদের রক্তপাত করতো।


তোমরা কি চুরি, খুন, জেনা, মিথ্যা শপথ এবং বালের উদ্দেশে ধূপ জ্বালাবে এবং যাদেরকে জান নি, এমন অন্য দেবতাদের পেছনে চলবে, আর এখানে এসে,


যদি বিদেশী, এতিম ও বিধবাদের প্রতি জুলুম না কর, এই স্থানে নির্দোষের রক্তপাত না কর এবং নিজেদের অমঙ্গলের জন্য অন্য দেবতাদের পিছনে না যাও,


আর তোমার পোশাকে নির্দোষ দীনহীন লোকদের রক্ত পাওয়া যাচ্ছে; তুমি তাদেরকে সিঁধ কাটার সময়ে ধর নি, কিন্তু এসব এই দুষ্কর্ম করার পরেও তুমি বলেছ,


আমি তোমাদের সন্তানদেরকে বৃথাই আঘাত করেছি; তারা শাসন গ্রাহ্য করলো না; তোমাদেরই তলোয়ার বিনাশক সিংহের মত তোমাদের নবীদেরকে গ্রাস করেছে।


মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করে মানশা এহুদাকে গুনাহ্‌ করিয়েছিলেন, তাঁর এই গুনাহ্‌ ছাড়াও তিনি আবার অনেক নির্দোষের রক্তপাতও করেছিলেন, এমন কি, জেরুশালেমের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত রক্তে পরিপূর্ণ করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন