Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 11:15 - কিতাবুল মোকাদ্দস

15 হে মানুষের সন্তান, তোমার ভাইয়েরা, হ্যাঁ, তোমার ভাইয়েরা, তোমার জ্ঞাতিরা ও ইসরাইলের সমস্ত কুল, এদের সকলকে জেরুশালেম নিবাসীরা বলে, তোমরা মাবুদের কাছ থেকে দূরে যাও, এই দেশ অধিকার হিসেবে আমাদেরকেই দেওয়া হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 “হে মানবসন্তান, জেরুশালেমের লোকেরা তোমার নির্বাসিত ভাইদের এবং অন্যান্য ইস্রায়েলীদের সম্বন্ধে বলছে, ‘তারা সদাপ্রভু থেকে অনেক দূরে চলে গেছে; এই দেশ তো আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে।’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 হে মর্ত্যমানব, জেরুশালেমের লোকেরা তোমার কথা এবং যারা নির্বাসনে আছে, তোমরা সেই ইসরায়েলী ভাইদের কতা বলছিল। তারা বলে, নির্বাসিতরা প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য এখানে আসতে পারে না। তারা বহু দূরে রয়েছে। কিন্তু প্রভু পরমেশ্বর আমাদের এদেশের অধিকার দিয়েছেন। এদেশ আমাদের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 হে মনুষ্য-সন্তান, তোমার ভ্রাতৃগণ, হাঁ, তোমার ভ্রাতৃগণ, তোমার জ্ঞাতিগণ ও ইস্রায়েলের সমুদয় কুল, ইহাদের সকলকে যিরূশালেম-নিবাসিগণ বলে, তোমরা সদাপ্রভু হইতে দূরে যাও, এই দেশ অধিকারার্থে আমাদিগকেই দত্ত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 “মনুষ্যসন্তান, ইস্রায়েলের পরিবারগুলি অর্থাৎ‌ তোমার ভাইদের, যারা ইস্রায়েল দেশটি ছাড়তে বাধ্য হয়েছিল তাদের স্মরণ কর। কিন্তু এখন জেরুশালেমের অধিবাসীরা বলছে, ‘প্রভুর কাছ থেকে তারা বহু দূরে চলে গিয়েছিল। এই দেশ আমাদের দেওয়া হয়েছিল—এটা আমাদেরই!’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 মানুষের সন্তান, তোমার ভাইয়েরা, তোমার ভাইয়েরা তোমার বংশের লোকেরা এবং ইস্রায়েলের সমস্ত কুল, তাদের সকলকে যিরুশালেমে যারা বাস করে তারা বলে, সদাপ্রভু থেকে দূরে যাক! এই দেশ আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে!

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 11:15
6 ক্রস রেফারেন্স  

হে মানুষের সন্তান, ইসরাইল-দেশে যারা সেসব উৎসন্ন স্থানে বাস করে, তারা বলছে, ইব্রাহিম মাত্র এক জন লোক ছিলেন, আর দেশের অধিকার পেয়েছিলেন; কিন্তু আমরা অনেক লোক, আমাদেরকেই দেশ অধিকার হিসেবে দেওয়া হয়েছে।


লোকে তোমাদেরকে সমাজ থেকে বের করে দেবে; এমন কি, সময় আসছে, যখন যে কেউ তোমাদেরকে হত্যা করে, সে মনে করবে, আমি আল্লাহ্‌র উদ্দেশে এবাদতরূপ কোরবানী করলাম।


তোমরা যারা মাবুদের কালামে কেঁপে উঠ, তোমরা তাঁর কালাম শোন; তোমাদের যে ভাইয়েরা তোমাদেরকে ঘৃণা করে, আমার নামের দরুন তোমাদেরকে বের করে দেয়, তারা বলেছে, মাবুদ মহিমান্বিত হোন, যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই; কিন্তু ওরাই লজ্জিত হবে।


তারা বলে, স্বস্থানে থাক, আমার কাছে এসো না, কেননা তোমার চেয়ে আমি পবিত্র। এরা আমার নাসিকার ধোঁয়া, সমস্ত দিন জ্বলতে থাকা আগুন।


পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন