যিহিষ্কেল 10:2 - কিতাবুল মোকাদ্দস2 পরে তিনি ঐ মসীনা-কাপড় পরা ব্যক্তিকে বললেন, তুমি ঐ ঘূর্ণায়মান চাকাগুলোর মধ্যস্থানে কারুবীর নিচে প্রবেশ কর এবং কারুবীদের মধ্যস্থান থেকে দু’হাত ভরে জ্বলন্ত অঙ্গার নিয়ে নগরের উপরে নিক্ষেপ কর; তাতে সেই ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 সদাপ্রভু মসিনা কাপড় পরা লোকটিকে বললেন, “করূবদের নিচে যে চাকাগুলি আছে তুমি সেগুলির মধ্যে যাও। সেই করূবদের মাঝখান থেকে তুমি দু-হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে নগরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনে লোকটি সেখানে ঢুকলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2-3 ঈশ্বর রেশমীবস্ত্র পরিহিত ব্যক্তিকে বললেন, ঐ প্রাণীদের নীচের ঘুরন্ত চাকার মাঝখান দিয়ে ঢুকে পড়। তাদের মাঝখানে রয়েছে জ্বলন্ত অঙ্গার। দুহাত ভরে নিয়ে এস সেই অঙ্গার, ছড়িয়ে দাও সারা শহরের উপরে। আমার চোখের সামনে সে ভিতরে চলে গেল। প্রাণীগুলি সেই সময় মন্দিরের দক্ষিণ দিকে দাঁড়িয়েছিল। মন্দিরের প্রাঙ্গণ ছিল মেঘে ঢাকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পরে তিনি ঐ মসীনা-বস্ত্র পরিহিত ব্যক্তিকে কহিলেন, তুমি ঐ ঘূর্ণ্যমান চক্রগুলির মধ্যস্থানে করূবের নীচে প্রবেশ কর, এবং করূবদের মধ্যস্থান হইতে এক অঞ্জলি প্রজ্বলিত অঙ্গার লইয়া নগরের উপরে নিক্ষেপ কর; তাহাতে সে ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তখন যে ব্যক্তিটি সিংহাসনে বসেছিলেন তিনি মসিনা কাপড় পরা মানুষটিকে বললেন, “করূব দূতের নীচে যে চাকাগুলি রয়েছে তার মধ্যে ঢুকে যাও। করূব দূতদের মাঝখান থেকে মুঠো করে জ্বলন্ত কয়লা তুলে নিয়ে তা জেরুশালেম শহরের উপর ছুঁড়ে দাও।” মানুষটি আমায় অতিক্রম করে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তিনি ঐ মসীনা-পোশাক পরা লোককে বললেন, “ঐ চাকাগুলোর মাঝখানে করুবের নীচে প্রবেশ কর এবং করুবদের মাঝখান থেকে দুই হাতে জ্বলন্ত কয়লা নিয়ে শহরের ওপরে ছড়িয়ে দাও।” তাতে সেই লোক আমার সামনে সেখানে গেল। অধ্যায় দেখুন |