Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 10:18 - কিতাবুল মোকাদ্দস

18 পরে মাবুদের মহিমা গৃহের গোবরাটের উপর থেকে প্রস্থান করে কারুবীদের উপরে দাঁড়ালো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 তারপর সদাপ্রভুর মহিমা মন্দিরের গোবরাটের উপর থেকে চলে গিয়ে করূবদের উপরে থামল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 প্রভু পরমেশ্বরের উদ্ভাসিত মহিমা মন্দিরের প্রবেশদ্বার থেকে চলে গেল ঐ প্রাণীদের উপরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 পরে সদাপ্রভুর প্রতাপ গৃহের গোবরাটের ঊর্দ্ধ হইতে প্রস্থান করিয়া করূবদের উপরে দাঁড়াইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তারপর প্রভুর মহিমা মন্দিরের চৌকাঠ থেকে উঠে এসে করূব দূতদের উপরে অবস্থান করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 সদাপ্রভুর মহিমা গৃহের দোরগোড়ার ওপর থেকে চলে গিয়ে করূবদের ওপরে দাঁড়াল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 10:18
18 ক্রস রেফারেন্স  

তিনি কারুবী আরোহণে উড্ডীন হলেন, বায়ু-পক্ষভরে উড়ে আসলেন।


যদিও তারা সন্তান-সন্ততি পালন করে, তবুও আমি তাদেরকে এমন নিঃসন্তান করবো যে, এক জন মানুষও থাকবে না; আবার ধিক্‌ তাদের, যখন আমি তাদের পরিত্যাগ করি।


হে জেরুশালেম, শাসন গ্রহণ কর, পাছে আমার প্রাণ তোমার কাছ থেকে ফিরে যায়, পাছে আমি তোমাকে ধ্বংস স্থান করি, জনবসতিহীন ভূমি করি।


পরে এরকম ঘটলো; তাঁরা যেতে যেতে কথা বলছেন, ইতোমধ্যে দেখ, আগুনের একটি রথ ও আগুনের ঘোড়াগুলো এসে তাঁদেরকে পৃথক করলো এবং ইলিয়াস ঘূর্ণি-বাতাসে বেহেশতে উঠে গেলেন।


এভাবে আল্লাহ্‌ মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবন-বৃক্ষের পথ রক্ষা করার জন্য আদন বাগানের পূর্ব দিকে কারুবীদেরকে ও ঘূর্ণায়মান তেজোময় তলোয়ার রাখলেন।


সকাল হলে তার স্বামী উঠে পথে যাবার জন্য বাড়ির দরজা খুলে বের হল, আর দেখ, সেই স্ত্রীলোক, তার উপপত্নী, বাড়ির দরজার কাছে গোবরাটের উপরে হাত রেখে পড়ে রয়েছে;


চারদিকে গোবরাট, জালবদ্ধ জানালা এবং অপ্রশস্ত বারান্দা ছিল, এক একটি কপাটের সম্মুখে চারদিকে কাঠের তিরস্করিণী ভূমি থেকে জানালা পর্যন্ত ছিল; আর জানালাগুলো আচ্ছাদিত ছিল;


আর দেখ, পূর্ব দিক থেকে ইসরাইলের আল্লাহ্‌র মহিমা আসল; তাঁর আওয়াজ জলরাশির শব্দের মত এবং তাঁর প্রতাপে দুনিয়া উজ্জ্বল হয়ে উঠলো।


তিনি অন্ধকারকে তাঁর অন্তরাল, তাঁর চতুর্দিকস্থ তাঁবু করলেন; পানির ঘন অন্ধকার ও আসমানের ঘন মেঘমালাকে চন্দ্রাতপ করলেন।


মাবুদ রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি কারুবীদ্বয়ে আসীন, দুনিয়া টলছে।


আর তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এরা কি করে, তুমি কি দেখছ? ইসরাইল-কুল আমার পবিত্র স্থান থেকে আমাকে দূর করার জন্য এখানে বেশি ঘৃণার কাজ করছে। কিন্তু এর পরেও তুমি আবার আরো অনেক ঘৃণার কাজ দেখবে।


তুমি অভিষিক্ত আচ্ছাদক কারুবী ছিলে, আমি তোমাকে স্থাপন করেছিলাম, তুমি আল্লাহ্‌র পবিত্র পর্বতে ছিলে; তুমি আগুনের মত ঝক্‌মক করা পাথরের মধ্যে চলাচল করতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন