Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 9:21 - কিতাবুল মোকাদ্দস

21 মানশা আফরাহীমকে ও আফরাহীম মানশাকে এবং উভয়ে একসঙ্গে এহুদাকে আক্রমণ করে; এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও উঠানোই রয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 মনঃশি ইফ্রয়িমের মাংস খাবে এবং ইফ্রয়িম খাবে মনঃশিকে; তারা উভয়ে একত্রে যিহূদার বিরুদ্ধে উঠবে। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 মনঃশি ও ইফ্রয়িমের অধিবাসীরা একে অপরকে আক্রমণ করবে, তারপর তারা একসঙ্গে যিহুদীয়াকে আক্রমণ করবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য এখনও তাঁর হার উদ্যত হয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 মনঃশি ইফ্রয়িমকে ও ইফ্রয়িম মনঃশিকে, এবং উভয়ে একসঙ্গে যিহূদাকে আক্রমণ করে; এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 এর অর্থ হল মনঃশি ইফ্রয়িমকে ও ইফ্রয়িম মনঃশিকে এবং তারপর উভয়ে এক সঙ্গে যিহূদাকে আক্রমণ করবে। তবুও ইস্রায়েলের বিরুদ্ধে প্রভুর ক্রোধ মিটবে না। তিনি সেখানকার লোকদের শাস্তি দেওয়ার জন্য তখনও প্রস্তুত থাকবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 মনঃশি ইফ্রয়িমকে ও ইফ্রয়িমও মনঃশিকে এবং তারা একসঙ্গে যিহূদাকে আক্রমণ করে। এই সবেও তাঁর ক্রোধ থামেনি; কিন্তু এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 9:21
15 ক্রস রেফারেন্স  

এই কারণে নিজের লোকদের বিরুদ্ধে মাবুদের ক্রোধে জ্বলে উঠেছেন, তিনি তাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে আছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই উপপর্বতগুলো কেঁপে উঠলো ও ওদের লাশ সড়কের মধ্যে জঞ্জালের মত পড়ে রইলো। এতেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু এখনও তিনি তাঁর হাত বাড়িয়েই রেখেছেন।


কিন্তু তোমরা যদি পরস্পর ঝগড়াঝাটি ও হিংসা-হিংসি কর, তবে দেখো, তোমরা যেন একে অন্যকে ধ্বংস করে না ফেল।


অরাম সম্মুখে ও ফিলিস্তিনীরা পিছনে; তারা হা করে ইসরাইলকে গ্রাস করবে এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও বাড়ানো রয়েছে।


আর সেই সময়ে অনেকের পতন হবে, এক জন অন্য জনের সঙ্গে বেইমানী করবে, এক জন অন্য জনকে ঘৃণা করবে।


এজন্য তোমরা চট পর, মাতম ও হাহাকার কর, কেননা মাবুদের জ্বলন্ত ক্রোধ আমাদের থেকে ফিরে যায় নি।


আর আফরাহীমের ঈর্ষা দূর হবে ও যারা এহুদাকে কষ্ট দেয়, তারা উচ্ছিন্ন হবে; আফরাহীম এহুদার উপর ঈর্ষা করবে না ও এহুদা আফরাহীমকে কষ্ট দেবে না।


তারা বন্দীদের নিচে অধোমুখ হয়ে পড়বে, নিহতদের মধ্যে পড়ে থাকবে, এই মাত্র। এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।


এজন্য প্রভু তাদের যুবকগণে আনন্দ করবেন না, এবং তাদের এতিম ও বিধবাদেরকে রহম করবেন না; কেননা তারা সকলে আল্লাহ্‌বিহীন ও দুরাচার এবং প্রত্যেক মুখ নাফরমানীর কথা বলে। এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও উঠানোই রয়েছে।


পরে উষিয়ের পুত্র যোথমের বিশ বছরে এলার পুত্র হোসিয়া রমলিয়ের পুত্র পেকহের বিরুদ্ধে চক্রান্ত করলেন এবং তাঁকে আক্রমণ করে হত্যা করলেন ও তাঁর পদে বাদশাহ্‌ হলেন।


আর তালুত ও তাঁর সঙ্গী সমস্ত লোক সমাগত হয়ে যুদ্ধে গমন করলেন, আর, দেখ প্রত্যেকজনের তলোয়ার একে অন্যের প্রতিকূল হওয়াতে অতিশয় কোলাহল হচ্ছিল।


পরে মাবুদ গিদিয়োনকে বললেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত বেশি যে, আমি মাদিয়ানীয়দেরকে তাদের হাতে তুলে দেব না; পাছে ইসরাইল আমার প্রতিকূলে গর্ব করে বলে, আমি নিজের বাহুবলে নিস্তার পেলাম।


আর তারা ক্লিষ্ট ও ক্ষুধিত হয়ে দেশের মধ্য দিয়ে গমন করবে এবং ক্ষুধিত হলে রাগ করে নিজেদের বাদশাহ্‌কে ও নিজেদের আল্লাহ্‌কে বদদোয়া দেবে এবং উপরের দিকে মুখ তুলবে;


আর আমি এক জনকে অন্য জনের বিরুদ্ধে, আর পিতাদের ও পুত্রদের একসঙ্গে আছড়াব, মাবুদ এই কথা বলেন; আমি মমতা করবো না, কৃপা করবো না, করুণা করবো না; তাদেরকে বিনষ্ট করবো।


পরে ঐক্যবন্ধন নামক আমার অন্য পাঁচনী খণ্ড খণ্ড করলাম, যেন এহুদা ও ইসরাইলের ভ্রাতৃভাব নষ্ট করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন