যিশাইয় 8:9 - কিতাবুল মোকাদ্দস9 হে জাতিরা, কোলাহল কর, কিন্তু তোমরা আশাহত হবে; হে দূরদেশীয় সমস্ত লোক, কান দাও; তলোয়ার বাঁধ, কিন্তু তোমরা আশাভঙ্গ হবে, তলোয়ার বাঁধ কিন্তু তোমরা আশাভঙ্গ হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও! দূরবর্তী দেশগুলি, তোমরাও শোনো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও! তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে জাতিবৃন্দ একত্রিত হও সকলে! শোন, পৃথিবীর প্রান্তনিবাসীরা, তোমরা যুদ্ধের পরিকল্পনা কর, কিন্তু সাবধান! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 সমস্ত দেশসমূহ, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমরা পরাজিত হবে। সকল দূরবর্তী দেশের লোকরা শোন! তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমরাও পরাজিত হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 “হে জাতিরা, তোমরা ছিন্নভিন্ন হবে; হে দূরের দেশের সব লোক, শোন, যুদ্ধের জন্য তৈরী হও এবং তোমরা ছিন্নভিন্ন হবে; তোমরা অস্ত্রে সজ্জিত হও এবং তোমরা ছিন্নভিন্ন হও। অধ্যায় দেখুন |