যিশাইয় 8:6 - কিতাবুল মোকাদ্দস6 এই লোকেরা তো শীলোহের মৃদুগামী স্রোত অগ্রাহ্য করে রৎসীনে ও রমলিয়ের পুত্রে আনন্দ করছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 “যেহেতু এই লোকেরা অগ্রাহ্য করেছে শীলোহের ধীরগামী স্রোত রৎসীন ও রমলিয়ের পুত্রে আনন্দ করেছে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তিনি বললেন, এই লোকেরা শীলোহ্-এর শান্ত স্রোতধারাকে বর্জন করেছে আর এখন তারা রাজা রৎসীন এবং রাজা পেকহর ভয়ে কাঁপছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এই লোকেরা ত শীলোহের মৃদুগামী স্রোত অগ্রাহ্য করিয়া রৎসীনে ও রমলিয়ের পুত্রে আনন্দ করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “এই লোকরা শীলোহের মৃদু স্রোতকে গ্রহণ করতে অস্বীকার করেছে। তারা রৎসীন ও রমলিয়ের পুত্র পেকহকে নিয়ে খুশী হয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 কারণ এই লোকেরা তো শীলোহের আস্তে আস্তে বয়ে যাওয়া স্রোত অগ্রাহ্য করে রৎসীনে আর রমলিয়ের ছেলেকে নিয়ে আনন্দ করছে। অধ্যায় দেখুন |