Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 7:5 - কিতাবুল মোকাদ্দস

5 অরাম, আফরাহীম ও রমলিয়ের পুত্র তোমার বিরুদ্ধে এই ধ্বংসের মন্ত্রণা করেছে, বলেছে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের পুত্র আপনাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। তারা বলেছে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সিরিয়া ইসরায়েল জাতি ও তাদের রাজার সঙ্গে একটি ষড়যন্ত্র করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের পুত্র তোমার বিরুদ্ধে এই হিংসার মন্ত্রণা করিয়াছে, বলিয়াছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তারা তোমার বিরুদ্ধে নানা ফন্দি এঁটেছে। তারা বলছে:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের ছেলে তোমার বিরুদ্ধে এই হিংসার পরিকল্পনা করেছে, তারা বলেছে,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 7:5
6 ক্রস রেফারেন্স  

আর নিশ্চিন্ত জাতিদের প্রতি আমার ক্রোধ জন্মেছে; কেননা আমি সামান্য ক্রুদ্ধ হলে তারা আরও বেশি অমঙ্গল যোগ করলো।


হে নিনেভে, এক জন তোমা থেকে উৎপন্ন হয়েছে, যে মাবুদের বিরুদ্ধে কুকল্পনা করছে, যে পাষণ্ডতায় মন্ত্রণা দেয়।


দুনিয়ার বাদশাহ্‌রা দণ্ডায়মান হয়, শাসনকর্তারা একসঙ্গে মন্ত্রণা করে, মাবুদের বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;


তখন দাউদের কুলকে জানানো হল যে, অরাম আফরাহীমের সহায় হয়েছে। তাতে তাঁর ও তাঁর লোকদের হৃদয় আলোড়িত হল, যেমন বনের সমস্ত গাছ বায়ুর দ্বারা আলোড়িত হয়।


এসো, আমরা এহুদার বিরুদ্ধে যাত্রা করি, তাকে ধ্বংস করি ও আমাদের পক্ষে যোগ দিতে তাকে বাধ্য করি এবং তার মধ্যে এক জনকে, টাবেলের পুত্রকে বাদশাহ্‌ করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন