যিশাইয় 7:22 - কিতাবুল মোকাদ্দস22 তবে তারা যে দুধ দেবে, সেই দুধের আধিক্যে সে দই খাবে; বস্তুত দেশের মধ্যে অবশিষ্ট সমস্ত লোক দই ও মধু খাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 তাহলে তারা এত বেশি দুধ দেবে যে, তারা সেই দুধের আধিক্যে দই খাবে। দেশে অবশিষ্ট যারাই থাকবে, তারা দই ও মধু খাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তাহলে তারা যে দুধ দেবে, তাতেই তার সব অভাব ঘুচে যাবে। দেশের যে সামান্য কিছু লোক রক্ষা পাবে, তারা দুধ ও মধু পান করবে ও প্রচুর খাদ্যসম্ভারে তৃপ্ত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তবে তাহারা যে দুগ্ধ দিবে, সেই দুগ্ধের আধিক্যে সে দধি খাইবে; বস্তুতঃ দেশের মধ্যে অবশিষ্ট সমস্ত লোক দধি ও মধু খাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এরা সেই লোকটিকে যে দুধ দেবে তা মাখন খাওয়ার পক্ষে যথেষ্ট হবে। দেশে যারা রয়ে গেছে তারা দই এবং মধু খাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 দুটি মেষ পোষে, তবে তারা যে দুধ দেবে সেই দুধের প্রাচুর্য্যতায় দই খাবে; কারণ দেশের মধ্যে বাকি সব লোক দই ও মধু খাবে। অধ্যায় দেখুন |