Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 66:19 - কিতাবুল মোকাদ্দস

19 আর আমি তাদের মধ্যে একটি চিহ্ন স্থাপন করবো; এবং তাদের মধ্য থেকে উত্তীর্ণ লোকদেরকে জাতিদের কাছে, তর্শীশ, পূল ও তীরন্দাজ লূদ এবং তূবল ও যবনের কাছে, যে দূরস্থ উপকূলগুলো কখনও আমার খ্যাতি শুনে নি ও আমার মহিমা দেখে নি, তাদের কাছে প্রেরণ করবো; এবং তারা জাতিদের মধ্যে আমার মহিমার কথা ঘোষণা করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 “আমি তাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করব। অবশিষ্ট যারা বেঁচে থাকবে, তাদের কয়েকজনকে আমি বিভিন্ন দেশে প্রেরণ করব—তর্শীশে, লিবিয়ায়, লূদে (যারা তিরন্দাজির জন্য বিখ্যাত), তূবল ও গ্রীসে ও দূরবর্তী দ্বীপগুলিতে, যারা আমার খ্যাতির কথা শোনেনি বা আমার মহিমা দেখেনি। তারা জাতিসমূহের কাছে আমার মহিমার কথা ঘোষণা করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 এবং জানবে, একমাত্র আমিই তাদের দণ্ডদানে সক্ষম। কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি নিষ্কৃতি দেব এবং প্রেরণ করব তাদের নানা জাতি ও দূরতম দেশের মানুষের কাছে, যারা কোনদিন শোনে নি আমার যশের কথা, প্রত্যক্ষ করে নি আমার প্রতাপ ও মহিমা। আমি তাদের পাঠাব স্পেন, লিবিয়া ও ইথিওপিয়াতে তাদের নিপুণ ধনুর্ধরদের কাছে পাঠাব তাদের তুবল ও গ্রীস দেশে। এই সমস্ত দেশের জাতিবর্গের কাছে তারা ঘোষণা করবে আমার মহিমার কথা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর আমি তাহাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করিব; এবং তাহাদের মধ্য হইতে উত্তীর্ণ লোকদিগকে জাতিগণের কাছে, তর্শীশ, পূল ও ধনুর্দ্ধর লূদ, এবং তূবল ও যবনের কাছে, যে দূরস্থ উপকূল সমূহ কখনও আমার খ্যাতি শুনে নাই ও আমার প্রতাপ দেখে নাই, তাহাদের কাছে প্রেরণ করিব; এবং তাহারা জাতিগণের মধ্যে আমার প্রতাপ জ্ঞাত করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 যারা রক্ষা পেয়েছে তাদের কয়েক জনকে আমি তর্শীশ, লিবিয়া, লূদ, তূবল, গ্রীস ও অন্যান্য দূরবর্তী দেশসমূহে পাঠাব। ঐসব লোকরা কখনও আমার সম্বন্ধে শোনেনি। তারা কখনও আমার মহিমা দেখেনি। তাই রক্ষা পাওয়া ওই সব লোকরা অন্যান্য জাতিগুলিকে আমার মহিমার কথা জানাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আমি তাদের মধ্যে একটা চিহ্ন স্থাপন করব৷ তখন তাদের মধ্য থেকে যারা বেঁচে থাকবে তাদের আমি জাতিদের কাছে পাঠাব, তর্শীশ, পূল ও নাম-করা ধনুকধারী লূদ, তূবল ও যবনের (গ্রীসের) কাছে এবং সেই সমস্ত দূরের দেশগুলো যারা আমার বিষয়ে শোনে নি ও আমার মহিমাও দেখে নি তাদের কাছে পাঠাব। তারা আমার মহিমা জাতিদের মধ্যে ঘোষণা করবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 66:19
48 ক্রস রেফারেন্স  

তেমনি তিনি অনেক জাতিকে আশ্চর্যান্বিত করবেন, তাঁর সম্মুখে বাদশাহ্‌রা মুখ বন্ধ করবে; কেননা তাদের কাছে যা বলা হয় নি, তারা তা দেখতে পাবে; তারা যা শোনে নি, তা বুঝতে পারবে।


যেমন লেখা আছে, “তাঁর সংবাদ যাদেরকে দেওয়া যায় নি, তারা দেখতে পাবে; এবং যারা শোনে নি, তারা বুঝতে পারবে।”


পারস্য, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত; তারাই তোমার শোভা সমপাদন করেছে।


দেখ, তুমি যে জাতিকে জান না, তাকে আহ্বান করবে; যে জাতি তোমাকে জানত না, সে তোমার কাছে দৌড়ে আসবে; এটা তোমার আল্লাহ্‌ মাবুদের জন্য, ইসরাইলের পবিত্রতমের হেতু ঘটবে, কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।


সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে, তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে, দূর থেকে তোমার সন্তানদের আনবে, তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে, তোমার আল্লাহ্‌ মাবুদের নামের জন্য, ইসরাইলের পবিত্রতমের জন্য, কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।


তোমরা অগ্রসর হও, তোরণদ্বার দিয়ে অগ্রসর হও, লোকদের জন্য পথ প্রস্তুত কর, উঁচু কর, রাজপথ উন্নত কর, সমস্ত পাথর সরিয়ে ফেল, জাতিদের জন্য নিশান তুলে ধর।


তবলিগ কর জাতিদের মধ্যে তাঁর গৌরব, সমস্ত লোক-সমাজে তাঁর অলৌকিক কাজগুলো।


আর শিমিয়োন তাঁদেরকে দোয়া করলেন এবং তাঁর মা মরিয়মকে বললেন, দেখ, ইনি ইসরাইলের মধ্যে অনেকের পতন ও উত্থানের জন্য এবং যার বিরুদ্ধে কথা বলা যাবে, এমন চিহ্ন হবার জন্য স্থাপিত,


আর তিনি তাঁদেরকে বললেন, তোমরা সারা দুনিয়ায় যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার তবলিগ কর।


অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে সাহাবী কর; পিতার ও পুত্রের ও পাক-রূহের নামে তাদেরকে বাপ্তিস্ম দাও;


ইথিওপিয়া, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তলোয়ারের আঘাতে মারা পড়বে।


গ্রীস, তূবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল; তারা কেনা-গোলাম ও তৈজসপত্র দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করতো।


যারা জিজ্ঞাসা করে নি, আমি তাদেরকে আমার সন্ধান করতে দিয়েছি; যারা আমার খোঁজ করে নি, আমি তাদেরকে আমার উদ্দেশ পেতে দিয়েছি; যে জাতি আমার নামে আখ্যাত হয় নি, তাকে আমি বললাম, “দেখ, এই আমি, দেখ এই আমি।”


তিনি নিস্তেজ হবেন না, নিরুৎসাহ হবেন না, যে পর্যন্ত না দুনিয়াতে ন্যায়বিচার স্থাপন করেন; আর উপকূলগুলো তাঁর ব্যবস্থার অপেক্ষায় থাকবে।


হে দুনিয়ার লোকেরা, হে পৃথিবীর অধিবাসীরা, যখন পর্বতমালার উপরে নিশান উঠবে, দৃষ্টিপাত করো এবং যখন তূরী বাজবে, শুনো।


ইয়াফসের সন্তান— গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।


যদিও আমি সমস্ত পবিত্র লোকদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম তবুও আমাকে এই রহমত দেওয়া হয়েছে, যাতে অ-ইহুদীদের কাছে আমি মসীহের সেই ধনের বিষয়ে সুখবর তবলিগ করি, যে ধনের অনুসন্ধান করে ওঠা যায় না;


কারণ সূর্যের উদয়স্থান থেকে তার অস্তগমনস্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহৎ এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপ জ্বালায় ও পবিত্র নৈবেদ্য উৎসৃষ্ট হচ্ছে; কেননা জাতিদের মধ্যে আমার নাম মহৎ, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


মাবুদ ওদের প্রতি ভয়ঙ্কর হবেন, কারণ তিনি দুনিয়ার সমস্ত দেবতাকে দুর্বল করবেন এবং মানুষেরা সকলে নিজ নিজ স্থান থেকে তাঁর কাছে সেজ্‌দা করবে, জাতিদের উপকূলগুলো করবে।


আর, হে মানুষের সন্তান, তুমি ইয়াজুজের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইয়াজুজ!, মেশকের ও তূবলের অধিপতি, দেখ, আমি তোমার বিপক্ষ।


আমার ধর্মশীলতা নিকটবর্তী, আমার উদ্ধার করার কাজ শুরু হচ্ছে এবং আমার বাহু জাতিদের বিচার নিষ্পন্ন করবে; উপকূলগুলো আমারই অপেক্ষায় থাকবে ও আমার বাহুতে প্রত্যাশা রাখবে।


সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি জাতিদের প্রতি আমার হাত তুলব, লোকবৃন্দের প্রতি আমার নিশান উঠাবো, তাতে তারা তোমার পুত্রদেরকে কোলে করে, তোমার কন্যাদের কাঁধে করে এনে দেবে।


দেখ, এরা দূর থেকে আসবে; আর দেখ, ওরা উত্তর ও পশ্চিম দিক থেকে আসবে; আর এই লোকেরা সীনীম দেশ থেকে আসবে।


হে উপকূলগুলো, আমার কালাম শোন; হে দূরস্থ জাতিরা, কান দাও। মাবুদ গর্ভ থেকে আমাকে ডেকেছেন, মায়ের গর্ভ থেকে আমার নাম উল্লেখ করেছেন।


আমি উত্তর দিক্‌কে বলবো, ছেড়ে দাও; দক্ষিণ দিক্‌কেও বলবো, আট্‌কে রেখো না; আমার পুত্রদেরকে দূর থেকে ও আমার কন্যাদেরকে দুনিয়ার প্রান্ত থেকে এনে দাও;


আর ভ্রান্ত-রূহ্‌গ্রস্ত লোকেরা বিবেচনার কথা বুঝবে, বচসাকারীরা পাণ্ডিত্য শিখিবে।


সেই সময় বাহিনীগণের মাবুদের কাছে ঐ দীর্ঘকায় ও মসৃণাঙ্গ জাতিকে উপহার হিসেবে আনা হবে; হ্যাঁ, সেই যে জনবৃন্দ আদি থেকে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলিত করে, যার দেশ নদনদী দ্বারা বিভক্ত, সেই জাতি থেকে বাহিনীগণের মাবুদের নামের স্থানে, সিয়োন পর্বতে, উপহার আনা হবে।


সমস্ত দৃঢ় প্রাচীরের বিরুদ্ধে, তর্শীশের সমস্ত জাহাজের বিরুদ্ধে এবং সমস্ত মনোহর শিল্পকর্মের বিরুদ্ধে যাবে।


তর্শীশ ও দ্বীপগুলোর বাদশাহ্‌রা নৈবেদ্য আনবেন; সবা ও সবা দেশের বাদশাহ্‌রা উপহার দেবেন।


আর লূদীয়, অনামীয়, লহাবীয়,


যবনের সন্তান ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও রোদানীম।


যবনের সন্তান— ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও দোদানীম।


আল্লাহ্‌ ইয়াফসকে সমপ্রসারিত করুন; সে সামের তাঁবুতে বাস করুক, আর কেনান তার গোলাম হোক।


সামের এসব সন্তান— ইলাম, আশেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম।


আর তিনি জাতিদের জন্য নিশান তুলবেন, ইসরাইলের বিতাড়িত লোকদের একত্র করবেন ও দুনিয়ার চার কোণ থেকে এহুদার ছিন্নভিন্ন লোকদেরকে সংগ্রহ করবেন।


তারা মাবুদের গৌরব স্বীকার করুক, উপকূলগুলোর মধ্যে তাঁর প্রশংসা প্রচার করুক।


মাবুদ সর্বজাতির দৃষ্টিতে তাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন; আর দুনিয়ার সমুদয় প্রান্ত আমাদের আল্লাহ্‌র উদ্ধার দেখবে।


হে সমস্ত ঘোড়া, উঠে যাও; হে সমস্ত রথ, উন্মত্তের মত হও; বীরেরা, ঢালধারী ইথিওপিয়া ও পূট এবং তীরন্দাজ ও ধনুকে চাড়াদায়ী লূদীয়রা এগিয়ে যাক।


সেই স্থানে মেশক, তূবল ও তার সমস্ত জনগণ আছে; তার চারদিকে তার কবরগুলো রয়েছে; তারা সকলে খৎনা-না-করানো অবস্থায় তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; কেননা জীবিতদের দেশে তারা ত্রাস জন্মাত।


আর আমি মাজুজের মধ্যে ও নিশ্চিন্ত উপকূল-নিবাসীদের মধ্যে আগুন প্রেরণ করবো, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।


পরে সে উপকূলগুলোর বিরুদ্ধে গিয়ে অনেককে হস্তগত করবে; কিন্তু এক জন সেনাপতি তার কৃত উপহাস নিবৃত্ত করবে, এমন কি, সে তার উপহাস তাকেই ফিরিয়ে দেবে।


ইথিওপিয়া দেশের নদীগুলোর পার থেকে আমার এবাদতকারীরা, আমার ছড়িয়ে পড়া লোকেরা, আমার জন্য নৈবেদ্য আনবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন