Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 65:6 - কিতাবুল মোকাদ্দস

6 দেখ, আমার সম্মুখে এই কথা লেখা আছে; আমি নীরব থাকব না, প্রতিফল দেব; এদের কোলেই প্রতিফল দেব;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 “দেখো, এ আমার সামনে লিখিত আছে: আমি নীরব থাকব না, কিন্তু পূর্ণ প্রতিফল দেব; আমি তাদের কোলেই তা ফিরিয়ে দেব—

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6-7 ওদের কার্যকলাপ আমার সামনে লিপিবদ্ধ আছে। আমি আর নীরব থাকব না। ওরা এবং ওদের পিতৃপুরুষেরা যা করেছে তার সমুচিত প্রতিফল আমি অবশ্যই দেব। পর্বতের উপরে দেবস্থানে তারা ধূপ জ্বালিয়ে আমার অবমাননা করত। সুতরাং তাদের এইসমস্ত কর্ম ও আচরণের উপযুক্ত প্রতিফল আমি দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 দেখ, আমার সম্মুখে ইহা লিখিত আছে; আমি নীরব থাকিব না, প্রতিফল দিব; ইহাদের কোলেই প্রতিফল দিব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “দেখ, এখানে হিসাব আছে। মেটাতে হবে। হিসাব অনুযায়ী তুমি তোমার পাপের জন্য দোষী। এই হিসাব না মেটানো পর্যন্ত আমি শান্ত হব না এবং তোমাকে শাস্তি দিয়েই হিসাব পরিশোধ করব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 “দেখ, আমার সামনে এটা লেখা আছে। আমি চুপ করে থাকব না, কারণ আমি তাদের প্রতিফল দেব।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 65:6
22 ক্রস রেফারেন্স  

আমাদের আল্লাহ্‌ আসবেন, নীরব থাকবেন না; তাঁর আগে আগুন গ্রাস করবে, তাঁর চারদিকে প্রবল ঝড় বইবে।


আমি প্রথমে তাদের অপরাধের ও তাদের গুনাহ্‌র দ্বিগুণ ফল দেব; কেননা তারা নিজেদের জঘন্য পদার্থরূপ শবে আমার দেশ নাপাক করেছে এবং নিজেদের ঘৃণার বস্তুগুলোতে আমার অধিকার পরিপূর্ণ করেছে।


আর, হে মালিক, আমাদের প্রতিবেশীরা যে তিরস্কারে তোমাকে তিরস্কার করেছে, তার সাত গুণ প্রতিশোধ তাদের কোলে ফিরিয়ে দাও।


হে মাবুদ, এসব দেখেও তুমি কি ক্ষান্ত থাকবে? তুমি কি নীরব থাকবে ও আমাদেরকে বিষম দুঃখ দেবে?


আমি অনেক দিন চুপ করে আছি, নীরব আছি, ক্ষান্ত রয়েছি; এখন প্রসবকারিণী স্ত্রীর মত চিৎকার করে উঠবো; আমি এককালে নিঃশ্বাস টেনে ফুৎকার করবো।


তুমি এসব করেছ, আমি নীরব হয়ে রয়েছি; তুমি মনে করেছ, আমি তোমারই মত এক জন; আমি তোমাকে ভর্ৎসনা করবো, ও তোমার সাক্ষাতে সমস্ত কিছু বিন্যাস করবো।


আর আমি দেখলাম, ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে; পরে কয়েকখানি কিতাব খোলা হল এবং আর একখানি কিতাব, অর্থাৎ জীবন-কিতাব খোলা হল এবং মৃতদের কিতাবগুলোতে যেমন লেখা হয়েছিল তাদের সেই কাজ অনুসারে বিচার করা হল।


তখন, যারা মাবুদকে ভয় করতো, তারা পরস্পর আলাপ করলো এবং মাবুদ মনোযোগ দিয়ে শুনলেন; আর যারা মাবুদকে ভয় করতো ও তাঁর নাম ধ্যান করতো, তাদের জন্য তাঁর সম্মুখে একটি স্মরণ করার কিতাব লেখা হল।


আবার হে টায়ার, হে সিডন, হে ফিলিস্তিনীদের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলে আমার অপকার করবে? আমার অপকার করলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মাথায় বর্তাব।


এজন্য আমি তাদের উপরে আমার গজব বর্ষণ করলাম; আমি আমার কোপাগ্নি দ্বারা তাদেরকে সংহার করলাম; তাদের কাজের ফল তাদের মাথায় বর্তালাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


কিন্তু যাদের হৃদয় তাদের জঘন্য পদার্থগুলোর দিকে ও তাদের ঘৃণার বস্তুগুলোর পিছনে চলে, তাদের কাজের ফল আমি তাদেরই মস্তকে বর্তাব, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


তুমি আমার অস্থিরতা গণনা করছো; আমার নেত্রজল তোমার বোতলে রাখ; তা কি তোমার কিতাবে লেখা নেই?


এই কি আমার কাছে সঞ্চিত নয়? আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নয়?


পরে মাবুদ মূসাকে বললেন, এই কথা স্মরণে রাখার জন্য কিতাবে লেখ এবং ইউসার কর্ণগোচরে আন; কেননা আমি আসমানের নিচে থেকে আমালেকের নাম নিঃশেষে মুছে ফেলবো।


দান কর, তাতে তোমাদেরকেও দেওয়া যাবে; লোকে প্রচুর পরিমাণে চেপে চেপে, ঝাঁকিয়ে নিয়ে, উপ্‌চে পড়বার মত করে তোমাদের কোলে দেবে; কারণ তোমরা যেভাবে মেপে দাও, সেভাবে তোমাদের জন্যও মাপা যাবে।


মূর্খেরা নিজেদের অধর্মাচরণের দরুন, নিজেদের অপরাধের দরুন দুর্দশাপন্ন হয়।


তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক, তার মায়ের গুনাহ্‌ মুছে না যাক।


ধিক্‌ দুষ্টকে! অমঙ্গল ঘটবে; কেননা তার কৃতকর্মের ফল তাকে দেওয়া হবে।


কেননা দেখ, মাবুদ তাঁর স্থান থেকে বের হয়েছেন, দুনিয়া-নিবাসীদের অপরাধের প্রতিফল দেবার জন্য; দুনিয়া তার উপর যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করবে, নিজের নিহতদেরকে আর ঢেকে রাখবে না।


লোকদের কাজ যেমন, তদনুসারেই তিনি প্রতিফল দেবেন; তার বিপক্ষদের ক্রোধরূপ, তার দুশমনদের প্রতিশোধরূপ দণ্ড দেবেন; উপকূলগুলোকে অপকারের প্রতিফল দেবেন।


শোন, নগর থেকে কলহের আওয়াজ আসছে, এবাদতখানা থেকে স্বর ভেসে আসছে! সেটি মাবুদের কণ্ঠস্বর, যিনি দুশমনদেরকে অপকারের প্রতিফল দেন।


অতএব আমিও চক্ষুলজ্জা করবো না, দয়াও করবো না; তাদের কাজের ফল তাদের উপরে বর্তাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন