Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 64:9 - কিতাবুল মোকাদ্দস

9 হে মাবুদ, বিষম ক্রুদ্ধ হয়ো না, চিরকাল অপরাধ মনে রেখো না; ফরিয়াদ করি, দেখ, দৃষ্টি কর, আমরা সকলে তোমার লোক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না; চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না। আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা সবাই তোমার প্রজা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাই, হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি তোমার নিদারুণ রোষ যেন স্থায়ী না হয়, চিরকাল স্মরণে রেখো না আমাদের পাপের কথা। আমরা তোমার প্রজা, করুণা কর আমাদের প্রতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 হে সদাপ্রভু, বিষম ক্রুদ্ধ হইও না, চিরকাল অপরাধ মনে রাখিও না; বিনতি করি, দেখ, দৃষ্টি কর, আমরা সকলে তোমার প্রজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু, আমাদের ওপর ক্রোধ পুষে রাখবেন না। আমাদের পাপ চিরকাল মনে রাখবেন না। আমাদের দিকে দয়া করে তাকান! আমরা আপনারই লোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 হে সদাপ্রভু, তুমি এত রাগ কোরো না; আমাদের বিরুদ্ধে আমাদের পাপ সব দিন স্মরণ কর না। অনুগ্রহ করে, তুমি আমাদের সবার দিকে, তোমার লোকদের দিকে তাকাও।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 64:9
27 ক্রস রেফারেন্স  

তাতে তোমার লোক ও তোমার চরাণির ভেড়া যে আমরা, আমরা চিরকাল তোমার প্রশংসা করবো, পুরুষানুক্রমে তোমার প্রশংসা তবলিগ করবো।


আর তাদের ভ্রান্তিজনক ইবলিসকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে ঐ পশু ও ভণ্ড নবীরাও আছে; আর তারা যুগের পর যুগ ধরে সেখানে দিনরাত যন্ত্রণা ভোগ করবে।


এই লোকেরা পানিশূন্য ফোয়ারা, ঝড়ো হাওয়ায় বয়ে যাওয়া কুয়াশার মত, তাদের জন্য ঘোরতর অন্ধকার জমা রয়েছে,


ইদোম বলে, আমরা চূর্ণ হয়েছি বটে, কিন্তু ফিরে উৎসন্ন স্থানগুলো গাঁথব; বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তারা গাঁথবে, কিন্তু আমি ভেঙ্গে ফেলবো এবং তাদেরকে এই নাম দেওয়া যাবে, ‘দুষ্টতার অঞ্চল’ ও ‘সেই জাতি, যার প্রতি মাবুদ নিয়ত ক্রোধ করেন’।


হে মাবুদ, আমি তোমার বার্তা শুনলাম, ভয় পেলাম; হে মাবুদ, আমাদের কালে তোমার কাজ সজীব কর, আমাদের আমাদের কালে সেগুলো তুমি আবার কর; কোপের সময়ে করুণা স্মরণ কর।


কেন চিরতরে আমাদেরকে ভুলে যাবে? কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?


হে মাবুদ, আমাকে শাসন কর, কেবল বিচারপূর্বক কর; ক্রোধপূর্বক করো না, পাছে তুমি আমাকে ক্ষীণ করে ফেল।


তুমি যাও, এসব কথা উত্তর দিকে তবলিগ কর, বল, মাবুদ বলেন, হে বিপথগামিনী ইসরাইল, ফিরে এসো; আমি তোমাদের প্রতি ক্রুদ্ধদৃষ্টিতে তাকাব না; যেহেতু আমি দয়াবান, মাবুদ এই কথা বলেন, আমি চিরকাল ক্রোধ রাখবো না।


তুমি যাদের উপরে কখনও কর্তৃত্ব কর নি ও তোমার নাম যাদের উপরে কীর্তিত হয় নি, আমরা তাদের সমান হয়েছি।


আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথবে, তাদের বাদশাহ্‌রা তোমার পরিচর্যা করবে; কেননা আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে প্রহার করেছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করলাম।


তার লোভরূপ অপরাধে আমি ক্রুদ্ধ হলাম ও তাকে আঘাত করলাম, আমার মুখ লুকিয়ে ক্রোধ করলাম, তবুও সে বিমুখ হয়ে তার মনের মত পথে চললো।


আমি, আমিই আমার নিজের অনুরোধে তোমার সমস্ত অধর্ম মার্জনা করি, তোমার সমস্ত গুনাহ্‌ মনে রাখবো না।


আমি তোমারই, আমাকে নিস্তার কর; কারণ আমি তোমার আদেশমালা খোঁজ করেছি।


হে মাবুদ, তোমার ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, তোমার গজবের আগুনে আমাকে শাস্তি দিও না।


হে মাবুদ, ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, কোপে আমাকে শাসন করো না।


কারণ তিনি বললেন, ওরা অবশ্য আমার লোক, ওরা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না; এভাবে তিনি তাদের মুক্তিদাতা হলেন।


এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষেরা, তোমাদের বাদশাহ্‌রা ও কর্মকর্তারা এবং জনপদস্থ লোকেরা যে ধূপ জ্বালাত, মাবুদ কি সেই ধূপ জ্বালানো স্মরণ করেন নি, তা কি তাঁর মনে পড়ে নি?


কিন্তু তুমি আমাদেরকে একেবারে অগ্রাহ্য করেছ, আমাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছ।


মিসর আর ইসরাইল-কুলের বিশ্বাসভূমি হবে না; এরা ওদের দিকে ফিরে গেছে বলে আর অপরাধ স্মরণ করাবে না; তাতে তারা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।


আর আমি তোমাদের সমস্ত নগর উৎসন্ন করবো, তোমাদের সকল এবাদখানা ধ্বংস করবো ও তোমাদের সৌরভের খোশবু আমি কবুল করবো না।


তিনি মাবুদের গৃহ ও রাজপ্রাসাদ পুড়িয়ে দিলেন, জেরুশালেমের সকল বাড়ি, বড় বড় অট্টলিকাও আগুন দিয়ে পুড়িয়ে দিলেন,


তোমার পবিত্র লোকেরা অল্পকালমাত্র তাদের অধিকার ভোগ করেছে; আমাদের দুশমনরা তোমার পবিত্র স্থান পদতলে দলিত করেছে।


প্রভু তাঁর নিজের কোরবানগাহ্‌ দূর করেছেন, তাঁর পবিত্র স্থান ঘৃণা করেছেন; তিনি তার অট্টালিকার ভিত্তি শত্রুর হাতে তুলে দিয়েছেন; তারা মাবুদের গৃহমধ্যে ঈদের দিনের মত কোলাহল করেছে।


কেননা সিয়োন পর্বত উচ্ছিন্ন স্থান হয়েছে, শিয়ালেরা তার উপর দিয়ে যাতায়াত করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন