Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 64:12 - কিতাবুল মোকাদ্দস

12 হে মাবুদ, এসব দেখেও তুমি কি ক্ষান্ত থাকবে? তুমি কি নীরব থাকবে ও আমাদেরকে বিষম দুঃখ দেবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 এসব সত্ত্বেও, হে সদাপ্রভু, তুমি কি নিজেকে গুটিয়ে রাখবে? তুমি কি নীরব থেকে অতিমাত্রায় আমাদের শাস্তি দেবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এত ঘটনা সত্ত্বেও এখনও কি তুমি অটল হয়ে থাকবে? এখনও নীরব হয়ে দূরে সরে থাকবে আমাদের এই অকথ্য যন্ত্রণা দেখেও?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 হে সদাপ্রভু, এই সকল দেখিয়াও তুমি কি ক্ষান্ত থাকিবে? তুমি কি নীরব থাকিবে ও আমাদিগকে বিষম দুঃখ দিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এইসব জিনিস কি আপনাকে আমাদের প্রতি আপনার ভালবাসা দেখানো থেকে দূরে রাখবে? আপনি কি নীরবতা চালিয়ে যাবেন? আপনি কি আমাদের চিরকাল শাস্তি দেবেন?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 হে সদাপ্রভু, তুমি কি করে এখনও ক্ষান্ত হয়ে আছ? তুমি কি চুপ করে থাকবে ও অবিরত আমাদের লজ্জিত করবে?

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 64:12
12 ক্রস রেফারেন্স  

আমি অনেক দিন চুপ করে আছি, নীরব আছি, ক্ষান্ত রয়েছি; এখন প্রসবকারিণী স্ত্রীর মত চিৎকার করে উঠবো; আমি এককালে নিঃশ্বাস টেনে ফুৎকার করবো।


তখন মাবুদের ফেরেশতা বললেন, হে বাহিনীগণের মাবুদ, তুমি এই সত্তর বছর যাদের উপরে ক্রুদ্ধ হয়ে রয়েছ, সেই জেরুশালেম ও এহুদার নগরগুলোর প্রতি করুণা করতে কতকাল বিলম্ব করবে?


হে আল্লাহ্‌, মৌন থেকো না; হে আল্লাহ্‌, নীরব ও নিস্তব্ধ হয়ো না।


তাঁরা জোরে চিৎকার করে ডেকে বললেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করতে এবং দুনিয়া-নিবাসীদেরকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করবে?


হে মাবুদ, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মত জ্বলবে?


হে মাবুদ, কেন দূরে দাঁড়িয়ে থাক? সঙ্কটের সময়ে কেন লুকিয়ে থাক?


তুমি বেহেশত থেকে অবলোকন কর, তোমার পবিত্রতার ও তোমার মহিমার বসতি থেকে দৃষ্টিপাত কর। তোমার গভীর আগ্রহ ও তোমার বিক্রমের কাজগুলো কোথায়? আমার প্রতি তোমার অন্তরস্থ বাৎসল্যের ও তোমার স্নেহের স্বর সরিয়ে রেখেছ।


দেখ, আমার সম্মুখে এই কথা লেখা আছে; আমি নীরব থাকব না, প্রতিফল দেব; এদের কোলেই প্রতিফল দেব;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন