যিশাইয় 60:17 - কিতাবুল মোকাদ্দস17 আমি ব্রোঞ্জের পরিবর্তে সোনা এবং লোহার পরিবর্তে রূপা আনবো, কাঠের পরিবর্তে ব্রোঞ্জ ও পাথরের পরিবর্তে লোহা আনবো; আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ্য করবো, ধার্মিকতাকে তোমার শাসনকর্তা করবো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 আমি তোমার কাছে পিতলের পরিবর্তে সোনা ও লোহার পরিবর্তে রুপো নিয়ে আসব। আমি কাঠের পরিবর্তে পিতল এবং পাথরের পরিবর্তে লোহা নিয়ে আসব। আমি শান্তিকে তোমার নিয়ন্ত্রণকারী করব, ধার্মিকতা হবে তোমার প্রশাসক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ব্রোঞ্জের পরিবর্তে আমি তোমায় এনে দেব স্বর্ণ, এনে দেব রৌপ্য লৌহের পরিবর্তে, কাষ্ঠের পরিবর্তে ব্রোঞ্জ আর প্রস্তরের পরিবর্তে এনে দেব লৌহ। তোমার শাসকেরা আর উৎপীড়ন করবে না তোমায় তাদের আমি করব শান্তিপ্রিয় আমি দান করব তাদের ন্যায়নিষ্ঠা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি পিত্তলের পরিবর্ত্তে সুবর্ণ, এবং লৌহের পরিবর্ত্তে রৌপ্য আনিব, কাষ্ঠের পরিবর্ত্তে পিত্তল, ও প্রস্তরের পরিবর্ত্তে লৌহ আনিব; আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ করিব, ধার্ম্মিকতাকে তোমার শাসনকর্ত্তা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 “এখন তোমার তামা রয়েছে। আমি তোমাকে সোনা এনে দেব। এখন তোমার লোহা রয়েছে। আমি তোমাকে দেব রূপা। আমি তোমার কাঠকে তামায় পরিণত করব। আমি তোমার পাথরকে লোহাতে পরিণত করব। আমি তোমার শাস্তিকে শান্তিতে রূপান্তরিত করব। এখন তোমাকে লোকরা কষ্ট দিলেও পরে তারাই তোমার জন্য ভাল ভাল কাজ করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আমি ব্রোঞ্জের বদলে সোনা আনব এবং লোহার বদলে রূপা আনব; কাঠের বদলে ব্রোঞ্জ আর পাথরের বদলে লোহা। আমি শান্তিকে তোমার শাসনকর্ত্তা করব আর সততাকে তোমার নেতা করব। অধ্যায় দেখুন |