Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 58:11 - কিতাবুল মোকাদ্দস

11 আর মাবুদ নিয়ত তোমাকে পথ দেখাবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার সমস্ত অস্থি বলবান করবেন, তাতে তুমি পানির সেচ দেওয়া বাগানের মত হবে এবং এমন পানির ফোয়ারার মত হবে, যার পানি শুকায় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন; তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন। তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে, তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 আমি সর্বদা পরিচালনা করব তোমাদের, চরম অভাবের দিনেও আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করব। আমি তোমাদের সুস্থ ও সবল রাখব। তোমরা হবে সেই উদ্যানের মত যেখানে আছে প্রচুর জল। তোমরা হবে জলের অনন্ত উৎসের মত, যা কখনও শুকায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, ও তোমার অস্থি সকল বলবান্‌ করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে, এবং এমন জলের উনুইর ন্যায় হইবে, যাহার জল শুকায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 প্রভু তোমাদের সর্বদা নেতৃত্ব দেবেন। শুকনো জমিতেও তিনি তোমাদের আত্মাকে সন্তুষ্ট করবেন। প্রভু তোমাদের হাড়কে শক্তি দেবেন। তোমরা যথেষ্ট জল পাওয়া বাগানের মতো। তোমরা হবে সর্বদা জলে ভরা ঝর্ণার মতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন সদাপ্রভুই তোমাদের সব দিন পরিচালনা করবেন এবং শুকিয়ে যাওয়া দেশে তোমাদের প্রয়োজন মিটাবেন এবং তোমাদের হাড়কে শক্তিশালী করবেন। তাতে তুমি জলসিক্ত বাগানের মত হবে এবং এমন জলের ঝরনার মত হবে, যার জল শুকায় না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 58:11
35 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি যে পানি দেব, তা যে কেউ পান করে, তার পিপাসা আর কখনও হবে না; বরং আমি তাকে যে পানি দেব, তা তার অন্তরে এমন পানির ফোয়ারা হবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে।


তারা এসে উঁচু সিয়োনে আনন্দগান করবে এবং স্রোতের মত প্রবাহিত হয়ে মাবুদের মঙ্গলদানের কাছে, গম, আঙ্গুর-রস, তেল, ভেড়ার বাচ্চাগুলোর ও বাছুরগুলোর জন্য আসবে এবং তাদের প্রাণ সুসিক্ত বাগানের মত হবে;


আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাব, তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব।


তারা ক্ষুধিত বা পিপাসিত হবে না; তপ্ত বালুকা বা রৌদ্র দ্বারা আহত হবে না; কেননা যিনি তাদের প্রতি দয়াকারী, তিনি তাদেরকে চরাবেন, পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন।


যখন তিনি, সত্যের রূহ্‌ আসবেন তখন পথ দেখিয়ে তোমাদেরকে পূর্ণ সত্যে নিয়ে যাবেন; কারণ তিনি নিজের থেকে কিছু বলবেন না, কিন্তু যা যা শোনেন, তা-ই বলবেন এবং আগামী ঘটনাও তোমাদেরকে জানাবেন।


তিনি নম্রদের ন্যায়বিচারের পথে চালান, নম্রদেরকে তাঁর পথ দেখিয়ে দেন।


তুমি উপবনগুলোর উৎস, তুমি জীবন্ত পানির কূপ, লেবাননের প্রবাহিত স্রোতমালা। ----


দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, পানি-সেচনকারী নিজেও পানিতে সিক্ত হয়।


তা তোমার দেহের স্বাস্থ্যস্বরূপ হবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হবে।


আর লোকে বলবে, এই ধ্বংসিত দেশ আদন বাগানের মত হল এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগরগুলো প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হল।


তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে, তারা সরস ও তেজস্বী হবে;


আমিই মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে, তোমাকে দেখাশুনা করেছিলাম।


সে পানির ধারে লাগানো এমন গাছের মত হবে, যা স্রোতের ধারে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করবে না এবং তার পাতা সতেজ থাকবে; অনাবৃষ্টির বছরের সে নিশ্চিন্ত থাকবে, ফলদানেও নিবৃত্ত হবে না।


যে বেশি আকাঙক্ষা করে, সে ঝগড়া উত্তেজিত করে, কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে, সে পুষ্ট হবে।


তুমি নিজের মন্ত্রণায় আমাকে গমন করাবে, শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করবে।


কেননা এই আল্লাহ্‌ অনন্তকালের জন্য আমাদের আল্লাহ্‌; তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হবেন।


তারা বিপদের সময় লজ্জিত হবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হবে।


মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করার জন্য, দুর্ভিক্ষে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য।


কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।


তিনি তোমাকে দুর্ভিক্ষের সময়ে মৃত্যু থেকে, যুদ্ধের সময়ে তলোয়ারের আঘাত থেকে মুক্ত করবেন।


আর আমাদের আল্লাহ্‌ ও পিতা নিজে এবং আমাদের প্রভু ঈসা তোমাদের কাছে আমাদের পথ সুগম করুন।


বস্তুত ভূমি যেমন তার অঙ্কুর বের করে, বাগান যেমন নিজের মধ্যে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি আল্লাহ্‌ মালিক সমস্ত জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।


অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।


সেই ব্যক্তি উঁচু স্থানে বাস করবে, শৈলগুলোর দুর্গ তার আশ্রয়স্থান হবে; তাকে খাবার দেওয়া যাবে, সে নিশ্চয়ই পানি পাবে।


যে আমার উপর ঈমান আনে, পাক-কিতাব যেমন বলে, তার অন্তর থেকে জীবন্ত পানির নদী বইবে।


আমি মাবুদ তার রক্ষক, আমি প্রতিক্ষণে তাতে পানি সেচন করবো; কিছুতে যেন তার ক্ষতি না করে, সেজন্য দিনরাত তা রক্ষা করবো।


দুঃখী দরিদ্ররা পানি খোঁজ করে কিন্তু পানি নেই, তাদের জিহ্বা তৃষ্ণায় শুকিয়ে গেছে; আমি মাবুদ তাদেরকে উত্তর দেব, আমি ইসরাইলের আল্লাহ্‌ তাদেরকে ত্যাগ করবো না।


আমি তার সমস্ত পথ দেখেছি, আর তাকে সুস্থ করবো; আমি তার পথপ্রদর্শকও হব এবং তাকে ও তার শোকাকুলদেরকে সান্ত্বনারূপ ধন দেব। আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি;


এসব দেখলে তোমাদের হৃদয় প্রফুল্ল হবে, তোমাদের সমস্ত অস্থি নবীন ঘাসের মত সতেজ হবে; এবং মাবুদের হাত তাঁর গোলামদের কাছে আত্ম পরিচয় প্রকাশ করবে, আর তিনি তাঁর দুশমনদের প্রতি কুপিত হবেন।


বাস্তবিক তোমাদের মধ্যে কারো দরিদ্র হওয়া অনুপযুক্ত; কারণ তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার অধিকার হিসেবে যে দেশ দিচ্ছেন, সেই দেশে মাবুদ তোমাকে নিশ্চয়ই দোয়া করবেন;


সে পানির স্রোতের তীরে লাগানো গাছের মত হবে, যা যথা সময়ে ফল দেয়, যার পাতা ম্লান হয় না; আর সে যা কিছু করে, তাতেই কৃতকার্য হয়।


তারা উত্তরোত্তর বলবান হয়ে অগ্রসর হয়, প্রত্যেকে সিয়োনে আল্লাহ্‌র কাছে দেখা দেয়।


পানির স্রোতের ধারে যেমন বাইশী গাছ, তেমনি ঘাসের মধ্যে তারা অঙ্কুরিত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন