যিশাইয় 50:7 - কিতাবুল মোকাদ্দস7 কারণ সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন, সেজন্য আমি ভীষণ ভয় পাই নি, সেজন্য চকমকি পাথরের মত আমার মুখ স্থাপন করেছি, আমি জানি যে লজ্জিত হব না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন, আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি, আর আমি জানি, আমি লজ্জিত হব না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কোন অপমান আঘাত করতে পারে নি আমায় কারণ প্রভু পরমেশ্বর আমার সহায়। সব অপমান মাথা পেতে নেব আমি, আমি প্রস্তুত, আমি জানি, আমি কখনও হব না লজ্জিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কারণ প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, সেই জন্য আমি বিহ্বল হই নাই, সেই জন্য চকমকির পাথরের ন্যায় আপন মুখ স্থাপন করিয়াছি, এবং আমি জানি যে লজ্জিত হইব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু আমার সদাপ্রভু আমাকে সাহায্য করবেন। তাই তাদের বাজে কথা আমাকে আঘাত করবে না। আমি শক্তিশালী হব। আমি জানি আমি হতাশ হব না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কারণ প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করেন; সেজন্য আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতই আমার মুখ শক্ত করেছি, কারণ আমি জানি যে, লজ্জিত হব না। অধ্যায় দেখুন |