Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 49:22 - কিতাবুল মোকাদ্দস

22 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি জাতিদের প্রতি আমার হাত তুলব, লোকবৃন্দের প্রতি আমার নিশান উঠাবো, তাতে তারা তোমার পুত্রদেরকে কোলে করে, তোমার কন্যাদের কাঁধে করে এনে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, আমি হাতের ইশারায় অইহুদি জাতিদের ডাকব, লোকসমূহের উদ্দেশে আমি আমার পতাকা তুলে ধরব; তারা তোমার সন্তানদের কোলে নিয়ে আসবে, তোমার কন্যাদের কাঁধে বহন করে আনবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেন, আমি সঙ্কেত পাঠাব জাতিবৃন্দের কাছে, তারা তোমার সন্তানদের ফিরিয়ে আনবে ঘরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি জাতিগণের প্রতি আমার হস্ত তুলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব, তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া, ও তোমার কন্যাদিগকে কাঁধে করিয়া আনিয়া দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আমার প্রভু, সদাপ্রভু বলেন, “দেখ, আমার হাত জাতিদের ওপর ঢেউ তুলবে। আমি সব মানুষকে দেখাতে পতাকা তুলব। তখন তারা তোমাদের শিশুদের নিয়ে আসবে! তারা তোমাদের শিশুদের কাঁধে করে আনবে, বাহু দিয়ে শিশুদের ধরে রাখবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 একথা প্রভু সদাপ্রভু বলছেন, “দেখ, আমি জাতিদের হাত তুলবো; আমি আমার চিহ্ন পতাকা লোকেদের দেখাব। তারা কোলে করে তোমার ছেলেদের নিয়ে আসবে এবং কাঁধে করে তোমার মেয়েদের বয়ে নিয়ে আসবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 49:22
20 ক্রস রেফারেন্স  

আর পূর্ব ও পশ্চিম থেকে এবং উত্তর ও দক্ষিণ থেকে লোকেরা এসে আল্লাহ্‌র রাজ্যে বসবে।


হে মালিক, তোমার সৃষ্ট সর্বজাতি এসে তোমার সম্মুখে সেজ্‌দা করবে, তারা তোমার নামের গৌরব করবে।


কারণ সূর্যের উদয়স্থান থেকে তার অস্তগমনস্থান পর্যন্ত জাতিদের মধ্যে আমার নাম মহৎ এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপ জ্বালায় ও পবিত্র নৈবেদ্য উৎসৃষ্ট হচ্ছে; কেননা জাতিদের মধ্যে আমার নাম মহৎ, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


আর মাবুদ বলেন, তারা সর্বজাতির মধ্য থেকে তোমাদের সমস্ত ভাইকে মাবুদের উদ্দেশে নৈবেদ্য বলে ঘোড়া, ঘোড়ার গাড়ি, ডুলি, খচ্চর ও উটে করে আমার পবিত্র পর্বত জেরুশালেমে আনবে। যেমন বনি-ইসরাইল পাক-সাফ পাত্রে করে মাবুদের গৃহে নৈবেদ্য আনে।


দেখ, এরা দূর থেকে আসবে; আর দেখ, ওরা উত্তর ও পশ্চিম দিক থেকে আসবে; আর এই লোকেরা সীনীম দেশ থেকে আসবে।


আর জাতিরা তাদেরকে নিয়ে তাদের স্থানে পৌঁছে দেবে এবং ইসরাইল-কুল মাবুদের দেশে তাদেরকে গোলাম-বাঁদীর মত অধিকার করবে; নিজেরা যাদের কাছে বন্দী ছিল তাদের বন্দী করবে, আর নিজেদের জুলুমবাজদের উপরে কর্তৃত্ব করবে।


তাঁর নাম অনন্তকাল পর্যন্ত স্থায়ী হবে; সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; মানুষেরা তাঁতে দোয়া পাবে; সমস্ত জাতি তাঁকে সুখী বলবে।


তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত, ঐ নদী থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করবেন।


দুনিয়ার প্রান্তস্থিত সকলে স্মরণ করে মাবুদের প্রতি ফিরবে; জাতিদের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে সেজ্‌দা করবে।


যখন বিভিন্ন জাতি একত্র হবে, ও সমস্ত রাজ্য একত্র হবে মাবুদের এবাদত করার জন্য।


হে দুনিয়ার লোকেরা, হে পৃথিবীর অধিবাসীরা, যখন পর্বতমালার উপরে নিশান উঠবে, দৃষ্টিপাত করো এবং যখন তূরী বাজবে, শুনো।


আমি উত্তর দিক্‌কে বলবো, ছেড়ে দাও; দক্ষিণ দিক্‌কেও বলবো, আট্‌কে রেখো না; আমার পুত্রদেরকে দূর থেকে ও আমার কন্যাদেরকে দুনিয়ার প্রান্ত থেকে এনে দাও;


তোমরা অগ্রসর হও, তোরণদ্বার দিয়ে অগ্রসর হও, লোকদের জন্য পথ প্রস্তুত কর, উঁচু কর, রাজপথ উন্নত কর, সমস্ত পাথর সরিয়ে ফেল, জাতিদের জন্য নিশান তুলে ধর।


আর আমি তাদের মধ্যে একটি চিহ্ন স্থাপন করবো; এবং তাদের মধ্য থেকে উত্তীর্ণ লোকদেরকে জাতিদের কাছে, তর্শীশ, পূল ও তীরন্দাজ লূদ এবং তূবল ও যবনের কাছে, যে দূরস্থ উপকূলগুলো কখনও আমার খ্যাতি শুনে নি ও আমার মহিমা দেখে নি, তাদের কাছে প্রেরণ করবো; এবং তারা জাতিদের মধ্যে আমার মহিমার কথা ঘোষণা করবে।


আর অনেক দেশের লোক ও বলবান জাতিরা বাহিনীগণের মাবুদের খোঁজ করতে ও মাবুদের কাছে ফরিয়াদ করতে জেরুশালেমে আসবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন