যিশাইয় 48:18 - কিতাবুল মোকাদ্দস18 আহা! তুমি কেন আমার হুকুমে মনযোগ দাও নি? করলে তোমার শান্তি নদীর মত, তোমার ধার্মিকতা সমুদ্র-তরঙ্গের মত হত; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে, তোমাদের শান্তি হত নদীর প্রবাহিত স্রোতের মতো, তোমাদের ধার্মিকতা হত সমুদ্রতরঙ্গের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আহা, যদি তুমি শুনতে আমার আদেশ! কত আশীর্বাদের ঝরণাধারা পড়ত ঝরে তোমার শিরে সাগর ঢেউ-এর মালার মত বিজয়মালা আসত ঘিরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আহা! তুমি কেন আমার আজ্ঞাতে অবধান কর নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্ম্মিকতা সমুদ্র-তরঙ্গের ন্যায় হইত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে। সমুদ্রের তরঙ্গের মতো ভাল জিনিস তোমাদের কাছে আসবে বার বার। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যদি শুধু তুমি আমার আদেশ মান্য করতে তাহলে তোমাদের শান্তি এবং উন্নতি হতো নদীর মত এবং তোমাদের পরিত্রান হত সাগরের ঢেউয়ের মত। অধ্যায় দেখুন |